উপরে এই এখানে সীগাল কাঁদছে আর
আমরা হেঁটে চলেছি
বিবর্ণ লাল ছোপ ছোপ ধ্বংসাবশেষ,
সামুদ্রিক প্রাণীদের দাঁড়া, আর খোলসের
গোলকধাঁধার ভিতর দিয়ে।
যেন এখনও গরমকাল
ওই ঋতু ঘুরে দাঁড়িয়েছে
যদিও সমুদ্রে সবুজ বাগান
পথ থমকে, মাথা নুইয়ে ফিরে
পেয়েছে নিজেদের মুখচ্ছবি - যে ছবি
আঁকা এক প্রাচীন বই-এর পাতায়,
অবিনশ্বর বাগানে।
কিংবা হয়ত দেয়ালে ঝোলানো ট্যাপেস্ট্রির নকশায়,
ফেলে আসা গাছের পাতাগুলো দুমড়ে,
মুচড়ে ঝরে পড়ে
এমনকি শুকায় সময়, ফেলে আসা মাস।
মন্তব্য করুন