বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ইমরানুরকে আগলে রাখার প্রতিশ্রুতি বিওএ’র

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৫ এএম

বাংলাদেশের অ্যাথলেটিক্স দীর্ঘদিন পর আন্তর্জাতিক অঙ্গণে স্বর্ণের দেখা পেয়েছে। তারকা অ্যাথলেট গোলম আম্বিয়া, প্রয়াত শাহ আলম ও মাহবুব আলমের পর অনেক বছর স্বর্ণহীন ছিল দেশের অ্যাথলেটিক্স। এবার সেই আক্ষেপ ঘোচালেন বাংলাদেশের লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। গত শনিবার কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন ইমরানুর। এখন বাংলাদেশ অ্যাথলেটিক্সে বড় বিজ্ঞাপন তিনিই। তাই তো তাকে আগলে রাখার প্রতিশ্রুতি দিলো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে সাফল্য পেয়ে ১৪ ফেব্রুয়ারি দেশের ফেরার পর গতকাল বিওএ ভবনে মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গে দেখা করতে আসেন ইমরানুর। তার সঙ্গে সাক্ষাতের পর বিওএ’র মহাসচিব প্রতিশ্রুতি দেন ইমরানুরের মতো এমন প্রতিভা আগলে রাখার। শাহেদ রেজা বলেন, ‘আমরা ইমরানুরের জন্য বছরব্যাপী অনুশীলনের পরিকল্পনা হাতে নিয়েছি। এ জন্য তাকে আর চাকরি করতে হবে না। ইমরানুর যাতে সারা বছর নির্বিঘেœ অনুশীলন করতে পারে, সেজন্য তার কোচ এবং তাকে আর্থিকভাবে সহায়তা দেবে বিওএ। আমাদের একটাই চাওয়া, ইমরানুর আন্তর্জাতিক অঙ্গণ থেকে আরও স্বর্ণপদক জিতে আনুক দেশের জন্য।’ এসময় উপস্থিত ছিলেন বিওএ’র উপমহাসচিব আশিকুর রহমান মিকু, কোষাধ্যক্ষ একে সরকার এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। ইমরানুর প্রসঙ্গে মন্টু বলেন, ‘তাকে নিয়ে যখন বিমানে উঠেছিলাম, তখন বৈমানিক থেকে শুরু করে বাংলাদেশি সমর্থকরাও ইমরানুকে বাহবা দিয়েছেন। এমনকি বিমানবন্দরে ইমিগ্রেশনের কর্মকর্তারও ইমরানুরকে দেখে হাততালি দিয়েছেন। অনেকে ছবিও তুলেছেন। এশিয়ান ইনডোরে ইমরানুরের সাফল্যে দেশের অ্যাথলেটিক্সে যেন জোয়ার চলে এসেছে। অনেক প্রবাসী অ্যাথলেটরাও যোগাযোগ শুরু করেছেন আমাদের সঙ্গে।’ তিনি যোগ করেন, ‘দেশজুড়ে এখন চলছে শেখ কামাল স্কুল ও মাদারাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এখানেও বেশ সাড়া পাচ্ছি আমরা। আশাকরি ইমরানুরের এই অর্জন আমাদেরকে আরও অনেক সোনাজয়ী অ্যাথলেট বের করে আনতে সহায়তা করবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন