শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খেলাধুলা

বিপিএলে ব্যাটে-বলে দেশীয় ক্রিকেটারদের জয়জয়কার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৬ পিএম

জমজমাট ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো বিপিএল শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুর্দান্ত এক ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেছে বিপিএল সফল হয়েছে।

সেই সঙ্গে মুগ্ধ হয়েছে দেশিয় ক্রিকেটারদের পারফরম্যান্সে। কেননা ব্যাটিং-বোলিংয়ের শীর্ষ পাঁচে যে দেশিয় ক্রিকেটারদের জয়জয়কার।

ব্যাট হাতে সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হাসান শান্ত রয়েছেন শীর্ষে। তিনি টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ৫১৬ রান সংগ্রহ করেছেন। আর বল হতে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার তানভীর ইসলাম রয়েছে শীর্ষে।

এক নজরে দেখে নেই এবারের বিপিএলের শীর্ষ পাঁচ ব্যাটার কারা
১:নাজমুল হাসান শান্ত (সিলেট): ১৫ ম্যাচ খেলে ৪ অর্ধশততে করেছেন ৫১৬ রান, সর্বোচ্চ অপরাজিত ৮৯ রান।
২:রনি তালুকদার (রংপুর রাইডার্স): ১৩ ম্যাচ খেলে ৩ অর্ধশততে করেছে ৪২৫ রান, সর্বাচ্চ ৬৭ রান।
৩:তৌহিদ হৃদয় (সিলেট স্ট্রাইকার্স): ১৩ ম্যাচ খেলে ৫ অর্ধশততে করেছেন ৪০৩ রান, সর্বোচ্চ অপরাজিত ৮৫ রান।
৪:লিটন দাস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স): ১৩ ম্যাচ খেলে ৩ অর্ধশততে করেছেন ৩৭৯ রান, সর্বোচ্চ ৭০ রান।
৫: সাকিব আল হাসান (ফরচুন বরিশাল): ১৩ ম্যাচ খেলে ৩ অর্ধশততে করেছেন ৩৭৫ রান, সর্বোচ্চ অপরাজিত ৮৯ রান।

শীর্ষ পাঁচ বোলার
১:তানভীর ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স): ১২ ম্যাচ থেকে তুলে নিয়েছেন ১৭ উইকেট, সেরা ৩৩ রানে ৪ উইকেট।
২:হাসান মাহমুদ (রংপুর রাইডার্স): ১৪ ম্যাচ থেকে তুলে নিয়েছেন ১৭ উইকেট, সেরা ১২ রানে ৩ উইকেট।
৩:নাসির হোসেন (ঢাকা ডমিনেটর্স): ১২ ম্যাচ থেকে তুলে নিয়েছেন ১৬ উইকেট, সেরা ২০ রানে ৪ উইকেট।
৪;আজমতুল্লাহ ওমরজাই (রংপুর রাইডার্স): ১১ ম্যাচ থেকে তুলে নিয়েছেন ১৫ উইকেট, সেরা ১৭ রানে ৩ উইকেট।
৫:রুবেল হোসেন (সিলেট স্ট্রাইকার্স): ৮ ম্যাচ থেকে তুলে নিয়েছেন ১৪ উইকেট, সেরা ৩৭ রানে ৪ উইকেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন