বঙ্গবন্ধু ওয়ালটন তৃতীয় জাতীয় সাভাতে প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল পল্টন ময়দান সংলগ্ন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। টুর্নামেন্টে ২১ জেলা, তিন বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ৬টি সার্ভিসেস সংস্থার প্রায় সাড়ে পাঁচশ’ পুরুষ ও নারী খেলোয়াড় অংশ নিচ্ছেন। দুটি ক্যাটাগরির মোট ৪৮ ইভেন্টে খেলা হবে। একটি ক্যাটাগরি হচ্ছে ইয়ুথ অ্যাসোট (১৩-১৭ বয়স), অন্যটি সিনিয়র অ্যাসোট এ্যান্ড কমব্যাট (১৮+ বয়স)। মোট ১৯২ পদকের মধ্যে রয়েছে ৪৮ করে স্বর্ণ ও রুপা এবং ৯৬টি ব্রোঞ্জ।
মন্তব্য করুন