শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মেয়র কাপ ফুটবল ফাইনালে ৯ নং ওয়ার্ড

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১২ এএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরে ফাইনাল নিশ্চিত করলো ৯ নং ওয়ার্ড। টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সেমিফাইনালে তারা হারিয়েছে ১২ নং ওয়ার্ডকে। গতকাল রাতে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ৯ নং ওয়ার্ড সাডেন ডেথে ৫-৪ গোলে ১২ নং ওয়ার্ডকে হারিয়ে ফাইনালে ওঠে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অমিমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকারের ব্যবস্থা করা হয়। পেনাল্টি শুটআউটে দুই দল একটি করে শটে ব্যর্থ হওয়ায় টাইব্রেকারেও ৪-৪ ব্যবধানে ড্র থাকে। ফলে সাডেন ডেথে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। যেখানে গোল করতে ব্যর্থ হয় ১২ নং ওয়ার্ড। তবে ৯ নং ওয়ার্ডের ফয়সাল মিয়া সাডেন ডেথে গোল করে দলকে ফাইনালে তোলেন।

টাইব্রেকার ও সাডেন ডেথে দুটি গোল রক্ষা করে এবং পেনাল্টি শুটআউটে নিজে এক গোল করে ম্যাচ সেরার পুরস্কার পান ৯ নং ওয়ার্ডের গোলরক্ষক শেখ শুভ আহমেদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন