সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অবশেষে মিলল আতসুর লাশ

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১২ এএম

মৃতদেহ উদ্ধার হল সাবেক পোর্তো, চেলসি এবং নিউক্যাসেল ইউনাইটেডের ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর। তুরস্কে ভূমিকম্পের পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিজের বাড়ির ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে আতসুর মৃতদেহ। ঘানার ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর এজেন্ট। ভয়াবহ ভূমিকম্পের পর থেকে নিখোঁজ এই ৩১ বছর বয়সী ফুটবলারের মৃতদেহ ১১দিন পর উদ্ধার করা হয়েছে।

তুরস্কের ফুটবল হাতায়াসপোরে খেলতেন আতসু। তার ক্লাব হাতায়াসপোর মরদেহ পাওয়ার খবর নিশ্চিত করে টুইট করেন, ‘শোক প্রকাশের ভাষা নেই। আমরা তোমাকে ভুলব না আতসু, শান্তিতে ঘুমাও হে চমৎকার মানুষ।’ এর আগে ভূমিকম্পের পর জানা গিয়েছিল, আহত অবস্থায় আতসুকে উদ্ধার করা হয়েছে। পরে তাঁর এজেন্ট নানা সেচেরে জানান, খোঁজ পাওয়া যায়নি আতসুর। হাতায়ায় ছুটে যাওয়া সেচেরে শনিবার টুইটে জানান, মৃত আতসুর খোঁজ মিলেছে, ‘হৃদয় বিদীর্ণ করে আমাকে ঘোষণা করতে হচ্ছে, ক্রিস্টিয়ান আতসুর মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়েছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। যাঁরা তাঁর জন্য প্রার্থনা করেছিলেন, সবাইকে ধন্যবাদ।’

সাউদী আরবের আল রায়েদ ক্লাব থেকে ২০২২ সালের সেপ্টেম্বরে হাতায়াসপোরে যোগ দেন আতসু। ভূমিকম্পের আগের দিন টার্কিশ সুপার লিগের ম্যাচে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন। ঘানার হয়ে ৬৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আতসু ২০১৫ সালে আফ্রিকা কাপ অব নেশনসের রানার্সআপ দলে ছিলেন। ক্লাব ফুটবলে পর্তুগালের পোর্তো থেকে ২০১৩ সালে যোগ দেন চেলসিতে। এরপর কয়েক মৌসুম ধারে খেলেছেন এভারটন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন