শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইসরাইলি প্রতিনিধিদল বহিষ্কৃত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩০ এএম

আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইসরাইলের একটি পর্যবেক্ষক দলকে বের করে দেয়া হয়েছে। গতকাল শনিবার ইথিওপিয়ার রাজধানীর আদ্দিস আবাবায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরাইলের একটি প্রতিনিধিদল অংশ নেয় এবং এ বিষয়ে আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা বারবার আপত্তি জানায়। এতে সম্মেলন স্থল থেকে ইসরাইলি প্রতিনিধিদলকে বের করে দেয়া হয়।

ইসরাইলের ওয়ালা নিউজ ওয়েবসাইট জানিয়েছে, সম্মেলন স্থলে মোতায়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসরাইলি প্রতিনিধিদলকে সম্মেলন কেন্দ্র থেকে সরিয়ে নেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক উপ মহা-পরিচালক শ্যারন বার-লি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে কয়েক মিনিট তর্ক-বিতর্ক করার পর সম্মেলন স্থল থেকে বেরিয়ে যাচ্ছেন। ওয়ালা নিউজ ওয়েবসাইটই এই খবর সর্বপ্রথম প্রকাশ করে।

এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আফ্রিকান ইউনিয়নে ইসরাইলকে পর্যবেক্ষকের মর্যাদা দেয়ার প্রশ্নে সংস্থায় ব্যাপক তর্ক-বিতর্ক হয়। সে সময় প্রচণ্ড রকমের মতবিরোধ এড়াতে ৫৫ জাতির এ জোটে ভোটাভুটি স্থগিত করা হয়েছিল।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়া সেসময় আফ্রিকার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, ফিলিস্তিনি জনগণের ওপর যে বর্বরতা চালাচ্ছে ইসরাইল তাতে এ সরকারকে কোনোমতেই আফ্রিকান ইউনিয়নে প্রবেশাধিকার দিয়ে পুরস্কৃত করা উচিত হবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
আব্দুর রহমান মুন্সী ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০৩ পিএম says : 0
ধন্যবাদ আফ্রিকান এই সংস্থাকে। এরকম অন্যান্য সংস্থা থেকেও ইসরায়েলকে বের করে দেওয়া উচিৎ।
Total Reply(0)
আব্দুর রহমান মুন্সী ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০৪ পিএম says : 0
ধন্যবাদ আফ্রিকান এই সংস্থাকে। এরকম অন্যান্য সংস্থা থেকেও ইসরায়েলকে বের করে দেওয়া উচিৎ।
Total Reply(0)
মুহা.শহিদুল্লাহ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩০ পিএম says : 0
আফ্রিকান সম্মেলন সংস্থাটিকে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ!!!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন