বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দিল্লিতেও আড়াই দিনে শেষ অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

যতটা সহজ জয় আসা উচিত ছিল তা অবশ্য এলো না, তবে তাতে কি খুব বেশি আফসোস আছে ভারত ক্রিকেট দলের? থাকার কথা না। তারা খুব বেশি কষ্ট করাচ্ছে না অস্ট্রেলিয়াকে। মন্থর ও নিচু বাউন্সের উইকেটে অজিদের ব্যাটিং দুর্বলতা যেভাবে স্পষ্ট হয়ে উঠেছে তাতে খুব বেশি বেগ পেতে হচ্ছে না রোহিত শর্মার দলের। জয় যখন নিশ্চিত তখন আর দেরি করে লাভ কী! প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও দুই দিন হাতে রেখে শেষ করল ভারত। দিল্লি টেস্টে আড়াই দিনে শেষ। প্রথম ইনিংসে ১ রানের লিড পাওয়া অস্ট্রেলিয়াকে দ্বিতীয়ভাগে ¯্রফে ১১৩ রানে গুঁড়িয়ে দেয় ভারত। স্বাগতিকরা ম্যাচ জিতল ৬ উইকেটে।

টানা দুই জয়ে এটাও নিশ্চিত হলো, বোর্ডার-গাভাস্কার ট্রফি এবারও ভারতের হাত ছাড়া হচ্ছে না। আগামী দুই টেস্ট জিতলেও সিরিজ জেতা হচ্ছে না অজিদের। আর অস্ট্রেলিয়ায় আগেই সিরিজ জিতে এসেছে ভারত। অথচ পরশু সন্ধ্যায়ও মনে হচ্ছিল, বিস্ময়কর কিছু ঘটতে যাচ্ছে। ভারতের স্পিন স্বর্গেও কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে প্যাট কামিন্স বাহিনী। ১ উইকেটে হারিয়ে ৬২ রানের লিড নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। ষষ্ঠ ওভারে ট্রাভিস হেড ৪৩ রানে ফিরে গেলেও ২ উইকেটে ৮৫ রান তুলে ফেলেছিল সফরকারীরা। তখন মনে হয়েছিল অনায়াসে দেড়শ’ পেরোবে সফরকারীরা। এ উইকেটে চতুর্থ ইনিংসে সে রান তাড়া করাও কঠিন চ্যালেঞ্জ। স্পিনের বিপক্ষে সুইপের দারুণ ব্যবহার করছিল দলটি। কিন্তু সেই সুইপই কাল হলো। অশ্বিনকে সুইপ করতে গিয়ে এলবিডাব্লিউ হলেন স্মিথ। খানিক পর লাবুশেন ফিরলেন জাদেজার বলের লাইন মিস করে। ওয়ার্নারের কনকাশন বদলি নামা ম্যাট রেনশো পরের ওভারে দলের স্কোরে কোনো পরিবর্তন আসার আগেই বিদায় নিলেন। অস্ট্রেলিয়ার ইনিংসের পরথম ৫ উইকেটের ৩টিই অশ্বিনের।

অশ্বিন পর্ব সেখানেই শেষ। তারপর অন্যপ্রান্তের জাদেজাই হয়ে উঠলেন হন্তারক। ৩ উইকেটে ৯৫ কিছুক্ষণের মধ্যে ৭ উইকেটে ৯৫ রান হয়ে গেল। একটু পর ১১৩ রানেই অলআউট অস্ট্রেলিয়া। শেষ ৫ উইকেটসহ ইনিংসে ৭ উইকেট জাদেজার। প্রথম ৫ ওভারে ৩১ রান দেয়া জাদেজা ইনিংস শেষ করলেন ৪২ রানে ৭ উইকেট নিয়ে, এটাই তার ক্যারিয়ারসেরা বোলিং।

১১৫ রানের লক্ষ্যও এ উইকেটে ফেলনা নয়। নিজের প্রথম বলে লোকেশ রাহুলকে তুলে নেন লায়ন। রোহিত তাই আক্রমণকেই অস্ত্র মেনেছেন। ২০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান তুলেছেন। কিন্তু ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফিরেছেন দলকে ৩৯ রানে রেখে। চেতেশ্বর পূজারা এর দায় মিটিয়েছেন একপ্রান্তে দলকে নিরাপত্তা দিয়ে। শত টেস্ট খেলতে নামা এই ব্যাটারও করেছেন অপারাজিত ৩১ রান। বিরাট ও শ্রেয়াশ আইয়ার ফিরে গেলেও আগের ম্যাচে অভিষিক্ত কিপার ব্যাটার শিকর ভারত ২৩ রানে অপারাজিত ছিলেন জয় নিয়ে। বেশ লম্বা বিরতির পর আগামী ১ মার্চ ইন্দোরে শুরু হবে দুই দলের তৃতীয় টেস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন