বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ব্যাডমিন্টন ফেডারেশনে নির্বাচনের উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৪ পিএম

অবশেষে নির্বাচনের পথে এগুচ্ছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। সোমবার ফেডারেশনের নব-গঠিত অ্যাডহক কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব ও ফেডারেশনের অ্যাডহক কমিটির নতুন সাধারণ সম্পাদক পরিমল সিংহ বলেন, ‘আজ (সোমবার) আমাদের কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে কাউন্সিলরদের (ভোটার) নাম পাঠাতে বলা হবে অধীভুক্ত সংস্থাগুলোকে। কাউন্সিলরদের নাম পাওয়ার পর নির্বাচন কমিশন গঠন করে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে ব্যাডমিন্টন ফেডারেশনে।’

এর আগে টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে দীর্ঘ এক যুগের অবসান ঘটিয়ে নির্বাচন আয়োজন করেছিলেন পরিমল সিংহ। সেই ধারাবাহিকতায় এবার ব্যাডমিন্টনেও নির্বাচন আয়োজন করতে তৎপর তিনি। গত বছর ব্যাডমিন্টন পফডারেশনের নির্বাচনে ক্রীড়াঙ্গনের কালো অধ্যায় রচিত হয়েছিল। নির্বাচনের নির্দিষ্ট দিনে দুই পক্ষ সমঝোতা করে ভোটদানে বিরত থাকে। ফলে ব্যালট বাক্স শূন্য ছিল। এরপরই সরকারি কর্মকর্তা দিয়ে অ্যাডহক কমিটি করে এনএসসি। সেই অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক পরিবর্তন হয়েছে সম্প্রতি। সাবেক পরিচালক (ক্রীড়া) শাহ আলম সরদারের পরিবর্তে নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এনএসসির বর্তমান সচিব পরিমল সিংহ। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে প্রথম সভা করলেন। যে সভায় নির্বাচন আয়োজনের উদ্যোগ নেন এই সচিব।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন