উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে শেষ হয়েছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদস্য (প্রকৌশল) কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান, যুগ্ম সচিব ও সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. হাবিবুর রহমান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম ফজলার রহমান, অতিরিক্ত সচিব ও সদস্য (অর্থ) মোহাম্মদ শহীদুল আলম। উপস্থিত ছিলেন সচিব মো. ওমর ফারুক, সহকারি সচিব এ এন এম ফারুক হোসেন চৌধুরীসহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৫টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বেলুন উড়িয়ে বন্দর চেয়ারম্যান প্রতিযোগিতার উদ্বোধন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন