শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পদক নিয়ে বাড়ি ফেরা হলো না মাশরাফির

ট্রেন থেকে পড়ে কিশোর সাইক্লিষ্টের করুণ মৃত্যু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

ঢাকায় চলমান শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বে প্রথমবার খেলতে এসেই বাজিমাত। সাইক্লিং ডিসিপ্লিনে আগের দিন জিতলেন দুই রৌপ্য ও এক ব্রোঞ্জপদক। সেই পদক নিয়ে আর বাড়ি ফেরা হলো না ১৬ বছরের কিশোর সাইক্লিষ্ট মাশরাফি হোসেন মারুফের। মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

সোমবার গেমসের সাইক্লিংয়ে এলিমিনেশন রেসের এককে রুপা ও ২০০০ মিটার স্ক্যাচ রেসে জিতে নেন ব্রোঞ্জপদক। ওইদিনই ২০০০ মিটার টিম টাইম ট্রায়ালে দলগত ইভেন্টে রংপুর বিভাগকে রুপা জেতাতে বড় ভূমিকা রাখেন। মাশরাফির বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরের সাইতাড়া গ্রামে। যুব গেমসে খেলেছিলেন রংপুর বিভাগের হয়ে। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন জানায়, আগের দিন খেলা শেষে কাল দিনাজপুরে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন মাশরাফি। সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম স্বপন জানান, মাশরাফি যে রেলস্টেশনে মারা গেছে, সেটা মূল রেলস্টেশন না। ওখানে পঞ্চগড় এক্সপ্রেস থামে না। কিন্তু ট্রেন গতি কমালে অনেক সময় যাত্রীরা এখানে নেমে পড়েন। মাশরাফির স্কুলটাও এই স্টেশনের পাশেই। গতি যখন কম ছিল তখন সে ট্রেনের দরজায় দাঁড়িয়ে সতীর্থ বন্ধু সাইক্লিস্টদের নিজের স্কুল দেখানোর চেষ্টা করছিল। যেখানে সে নিয়মিত সাইকেল অনুশীলন করত। কিন্তু দুর্ঘটনাবশত হাত ও পা ফসকে গিয়ে নিচে পড়ে যায় মাশরাফি। সেখানেই মৃত্যু হয় তার।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন