সিরিজের প্রথম ওয়ানডে ইংলিশদের বিপক্ষে জয়ের আশায় টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। বুধবার মিরপুরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। দলের বিপদে নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটিংয়ে নেমে দলের হাল ধরেছে।
ওয়ানডাউনে নেমে শান্ত হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ সাত নম্বরে নেমে অপরাজিত আছেন ১৫ রান। ৩২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩৬ রান।
ব্যাটিংয়ে নেমে ওপেনার লিটন দলীয় ৩৩ রানে লিটন ব্যক্তিগত ৭ রানে এলবিডাব্লিউর ফাঁদে পড়ে। এরপর তামিম ২৩,মুশফিকুর রহিম ১৫ ও সাকিব ৮ রান করে বিদায় নেন।
দীর্ঘ সাত বছর পর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাতের প্রথম ওয়ানডে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন