বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বাংলাদেশকে সুইমিংপুল দিচ্ছে বিশ্ব সাঁতার সংস্থা

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

বাংলাদেশকে একটি সুইমিংপুল দিচ্ছে বিশ্ব সাঁতার সংস্থা। শুধু তাই নয়, তারা লাল-সবুজ সাঁতারের মানোন্নয়নে সব সময় বাংলাদেশের পাশে থাকবে। গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান বিশ্ব সাঁতার সংস্থা ‘ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স’ (সাবেক ফিনা) সভাপতি হুসেইন আল মুসাল্লেম। এদিন বাংলাদেশ নৌবাহিনীর সুইমিংপুলে শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন,‘সাঁতারুদের উন্নত প্রশিক্ষণ প্রয়োজন সব সময়ই। তেমনি প্রয়োজন কোচ ও প্রশাসকদের প্রশিক্ষণও। তিন ক্ষেত্রেই বাংলাদেশকে সহায়তা করবো আমরা। পাশাপাশি বাংলাদেশ সাঁতার ফেডারেশনকে আন্তর্জাতিক মানের একটি ২৫ মিটার পুল করে দেয়ার আশ্বাসও দিয়েছি আমি।’

যুব গেমস আয়োজনের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ভূয়সী প্রশংসা করে মুসাল্লেম বলেন,‘যুব অলিম্পিক ও এশিয়ান ইয়ুথ গেমসের আলোকে যুব গেমসের মতো এমন আয়োজন করছে বাংলাদেশ। বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। তার আমন্ত্রণে ঢাকায় এসে আমার দারুণ লাগছে। বাংলাদেশের সাঁতার কর্মকর্তাদের সঙ্গে আমার দারুণ সুখস্মৃতি ও সুসম্পর্ক রয়েছে। সেই সঙ্গে স্মৃতি রয়েছে বিওএ কর্মকর্তাদের সঙ্গেও। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি শাহীনের (এডমিরাল এম শাহীন ইকবাল) সঙ্গে দেখা হওয়ায় আমি সত্যি আনন্দিত।’

কুয়েতের নাগরিক মুসাল্লেম যোগ করেন,‘বাংলাদেশ সাঁতার ফেডারেশন সত্যিকার অর্থেই এশিয়ান সাঁতার ফেডারেশন ও বিশ্ব সাঁতার সংস্থার ভালো সহযোগী। ঢাকা হলো সেই স্থান, যেখানে এশিয়ান অ্যাকোয়াটিক্সের সূচনা হয়েছিলো। একজন এশিয়ান হিসেবে বিশ্ব সাঁতার সংস্থার নেতৃত্ব দেবার ক্ষেত্রে আমি ঢাকার গুরুত্বকে অপরিসীম মনে করি।’

অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার মহাপরিচালক এবং কুয়েত অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে দ্বায়িত্বরত হুসেইন আল মুসাল্লেম বলেন, ‘আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই যে, বিশ্ব সাঁতার সংস্থা থেকে বাংলাদেশ সাঁতার ফেডারেশন এবং বিওএ’কে সব ধরণের সহায়তা দেয়া হবে। যাতে করে সাঁতার, ডাইভিং এবং অন্যান্য টেকনিক্যাল দিকে উন্নতি করতে পারে বাংলাদেশ।’

এদিকে মুসাল্লেমের মাধ্যমে বাংলাদেশ সাঁতার ফেডারেশন একটি সুইমিংপুল পেতে যাচ্ছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। তিনি বলেন ‘আন্তর্জাতিক অনেক ইভেন্ট এখন ২৫ মিটার পুলে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ২৫ মিটার পুল নেই। বিশ্ব সাঁতার সংস্থার প্রধান মিরপুরে আমাদের সুইমিং কমপ্লেক্সেই একটি ২৫ মিটার পুল করে দেয়ার আশ্বাস দিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে জায়গা বুঝে পেলে এক বছরের মধ্যেই নতুন পুল স্থাপন করে দেবে বিশ্ব সাঁতার সংস্থা।’

বিশ্ব সাঁতার সংস্থার সভাপতি হুসেইন আল মুসাল্লেম বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসার পর বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারশেনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সক্ষাৎ করেন। বিওএ’র সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাতের পর সন্ধ্যায় ঢাকা ছেড়ে যান হুসেইন আল মুসাল্লেম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন