শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

শিরোপা উৎসবের দলে মেসি-ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

বিশ্বজয়ী বিশ্বকাপের পর আর্জেন্টিনাকে আবার মাঠে নামতে দেখা যাবে। কাতারে ২০২২ সালের ডিসেম্বরে বিশ্বকাপ জিতে ৩৬ বছরের আক্ষেপ ঘুচাল লিওনেল মেসির আর্জেন্টিনা। ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সের বিপক্ষে সেই জয়ের পর এই মার্চেই আবারও মাঠে নামতে যাচ্ছে আলবিসেলেস্তারা। ২৩ মার্চ বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে পানামা এবং ২৮ মার্চ কুরাসাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা লিওনেল মেসির দল। অনুমিতভাবেই স্কোয়াডে আছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি-অর জয়ী পিএসজি তারকা লিওনেল মেসি। ডাকা হয়েছে অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো দি পল, হুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্তিনেজসহ নিয়মিত মুখদের। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে চলতি মৌসুমে আলো ছড়ানো আলেহান্দ্রো গার্নাচোকে ডাক দিয়েই বিশাল চমক দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

এদিকে শোনা যায় লিওনেল মেসি ও অ্যাঞ্জেল যি মারিয়া কাতার বিশ্বকাপের পরেই অবসরে যাননি কেবল তিন তারকাসংবলিত জার্সিতে খেলবেন বলে। তাই মার্চের শেষ সপ্তাহের আর্জেন্টিনার রাজধানীতে এই দুই প্রীতি ম্যাচ শিরোপা উদযাপনেরই অংশ। এই দলে নতুন মুখ মৌসুমের শুরুর দিকের নড়বড়ে দশা সামলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ধারাবাহিক নৈপুণ্য উপহার দেয়া গার্নাচো। ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এবার ২৭ ম্যাচে গোল করেছেন চারটি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি। এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার মাধ্যমে মিলেছে তার পারফরম্যান্সের স্বীকৃতি। সুস্থ হয়ে উঠে দলে ফিরেছেন জিওভানি লো সেলসো। চোটের কারণে সবশেষ কাতার বিশ্বকাপে খেলা হয়নি তার। গেল জানুয়ারিতে ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো ২০ বছর বয়সী মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোনও ডাক পেয়েছেন।

আর্জেন্টিনার ৩৪ জনের প্রাথমিক দল : ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান ফোইথ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, নেহুয়েন পেরেজ, হার্মান পেজ্জেয়া, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনিয়া, লাউতারো ব্লাঙ্কো, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, এঞ্জো ফার্নান্দেজ, ম্যাক্সিমো পেরোন, এজিকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, ফাকুন্দো বুয়োনানোতে, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক আলিস্তার, আনহেল দি মারিয়া, আনহেল কোরেয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্তিন কার্বোনি, লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ ও আলেহান্দ্রো গোমেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন