শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আবাহনী নয় মোহামেডানেই সাকিব

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

সাকিব আল হাসান এবারও ঢাকা মোহামেডানে খেলবেন তা আগেই জানিয়েছিলেন ক্লাবটির ক্রিকেট কমিটির প্রেসিডেন্ট এজিএম সাব্বির। তবে আনুষ্ঠানিকতা বাকি ছিল। তাতেই লেগেছিল গুঞ্জনের পালে হাওয়া। তবে সেসব দূরে সরিয়ে অবশেষে আনুষ্ঠানিকতা সারলেন বিশ^সেরা এ অলরাউন্ডার। গতকাল সকালে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিসের (সিসিডিএম) কার্যালয়ে এসে আনুষ্ঠানিকতা সারেন সাকিব। ফলে এবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ঐতিহ্যবাহী এ ক্লাবের হয়ে খেলবেন তিনি।

তবে শুরু থেকেই নানা গুঞ্জন ছিল মোহামেডান নয় এবার আবাহনীর হয়ে খেলবেন সাকিব। পরে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছিল মোহামেডান কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত তাকে ধরেও রাখে তারা। সাকিব ছাড়াও এদিন দলবদল করেছেন জাতীয় দলের হয়ে খেলা দুই ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও এনামুল হক জুনিয়র। দুজনই খেলবেন মোহামেডানে। আগেই ক্লাবটিতে স্বাক্ষর করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, শুভাগত হোম, সৌম্য সরকার, রনি তালুকদার, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইমরুল কায়েসরা।

গত কয়েক বছর থেকেই প্রিমিয়ার লিগে লড়াইটা জমিয়ে করতে পারে না মোহামেডান। ঘুরে দাঁড়াতে গত মৌসুম থেকেই ভালো দল গড়তে চেষ্টা করে তারা। এবারও বেশ দারুণ দল গড়েছে দলটি। তবে জাতীয় দলের খেলার জন্য পুরো আসরে পাওয়া যাবে না সাকিবসহ অনেককেই। সাকিব প্রিমিয়ার লিগের কয়টি ম্যাচ খেলতে পারবেন, সেটা নিয়েও প্রশ্ন শঙ্কা। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, প্রিমিয়ার লিগ শুরু হবে ১৫ মার্চ। সুপার লিগের খেলাগুলো হবে ঈদের পর। এর মধ্যে বাংলাদেশ দল ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। সে সিরিজ শেষ হতে না হতেই ইংল্যান্ড সফরে যাবেন তামিমরা। সেখানে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আইপিএল তো আছেই।

এত ব্যস্ততায় সাকিবকে প্রিমিয়ার লিগে দেখা যাবে কি না, এ ব্যাপারে সাকিবকে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি। তবে মোহামেডানের আশা, প্রিমিয়ার লিগের সুপার লিগে সাকিবকে পাওয়া যাবে। এদিন সিসিডিএম কার্যালয়ে মোহামেডান ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, ‘সাকিবের ব্যস্ততা আছে ঠিকই। যেহেতু ঈদের পর সুপার লিগ হবে, আশা করছি, তাঁকে আমরা সুপার লিগে পাব।’

মোহামেডান ছাড়াও দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছেন শাইনপুকুর, ব্রাদার্স ইউনিউন, গাজী গ্রুপ ক্রিকেটার্স দলের কিছু ক্রিকেটার। এর আগে গত পরশু দলবদলের প্রথম দিনে দল গুছিয়ে নিয়েছে আবাহনী। লিজেন্ডস অব রূপগঞ্জ, রূপগঞ্জ টাইগার্স, শেখ জামাল অগ্রণী ব্যাংক, ঢাকা লেপার্ডসও সেদিন দলবদল করেছে। আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগে চলছে দলবদল। যেখানে পছন্দের ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড বানাতে শুরু করেছে দলগুলো। ডিপিএলের অধিকাংশ ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপিতে। এছাড়াও বিকল্প ভেন্যু হিসেবে রাখা হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন