শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

স্টেডিয়াম বাঁচাতে আমরণ অনশন

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম থেকে আইসিসি ভেন্যু প্রত্যাহার করে স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের কাছে হস্তান্তর করেছে বাংরাদেশ ক্রিকেট বোর্ড। এর প্রতিবাদে বগুড়ায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রতিবাদ অব্যাহত রয়েছে। প্রতিবাদের অংশ হিসেবে গতকাল সকালে হুমায়ুন আহমেদ রুমেল নামে এক অনলাইন একটিভিষ্ট আমরন অনশনে বসেছেন। তিনি শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত বগুড়া জিলা স্কুলের প্রাচীর সংলগ্ন ফুটপাতে অনশন শুরু করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, যতক্ষণ বগুড়ায় আইসিসির ভেন্যুর ঘোষণা না আসবে ততক্ষণ তার অনশন চলবে। বগুড়ার স্বার্থে প্রয়োজনে নিজের জীবনও দিতে প্রস্তুত বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন