শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মানিক বাদ, মোহামেডানের কোচ আলফাজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ৮:৫৪ পিএম

শফিকুল ইসলাম মানিককে বাদ দিয়ে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ফুটবল দলের নতুন কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদ। মানিককে আর কোচের দায়িত্বে রাখা হবে না, এমন সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন মোহামেডান ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। তিনি বিদেশে থাকায় এতোদিন অনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মোহামেডান। অবশেষে তারা সোমবার সেই ঘোষণাটি দিয়েছে। ঘরোয়া মৌসুমের বাকি সময়ে মানিককে আর দেখা যাবে না সাদাকালোদের ডাগআউটে। অভিজ্ঞ এই কোচকে অব্যাহতি দিয়েছে মোহামেডান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বের শেষ দিকে দুই গোলে এগিয়ে থেকে নবাগত ফর্টিস এফসির বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে মোহামেডান। এই হারের পর থেকেই গুঞ্জন ছিল মানিকের উপর আস্থা হারিয়েছে ক্লাবের ফুটবল কমিটি। ফলে শেষ পর্যন্ত তাকে বিদায় দিয়ে মানিকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা আলফাজকেই প্রধান কোচের দায়িত্ব দিয়েছে মোহামেডানের ফুটবল কমিটি। গোলরক্ষক কোচ হিসেবে থাকছেন ছাইদ হাছান কানন। ক্লাবসূত্রে জানা গেছে, মানিক মোহামেডানের স্থায়ী সদস্য বলে তাকে সম্মানের সঙ্গেই বিদায় দেওয়া হয়েছে। বিপিএলের প্রথম পর্ব শেষে দশ খেলায় তিনটি করে জয় ও ড্রতে এবং চার হারে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে মোহামেডান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন