শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

গলদা চিংড়ির রেণু উৎপাদন আশানুরূপ হচ্ছে না

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : রাজধানীতে গলদা চিংড়ি চাষে সমস্যা ও সম্ভাবনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মৎস্য ভবনে চিংড়ি শিল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মৎস বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশন (বিএসএফএফ)। বিএসএফএফের পরিচালনা পর্ষদের সদস্য ড. মাহমুদ করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আরিফ আজাদ জীব নিরাপত্তা নিশ্চিতকরণে একমত প্রকাশ করেন এবং চিংিড় হ্যাচারির সবস্তরে প্রতিক‚লতা দূরীকরণে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করেন। এছাড়া কর্মশালায় বিএসএফএফের সিনিয়র অ্যাকুয়াকালচার কনসালটেন্ট হিরণম্ময় ভট্টাচার্য এবং নিউইয়র্কের কিংস ব্রো কলেজের বায়োলজিক্যাল সায়েন্স বিভাগের বায়ো-টেকনোলজি ডিগ্রি প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সারওয়ার জাহাঙ্গীর তাদের গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন। হিরণম্ময় তার উপস্থাপনায় উল্লেখ করেন, নানাবিধ কারণে গলদা চিংড়ির আশানুরূপ রেণু উৎপাদন সম্ভব হচ্ছে না। এগুলোর মধ্যে হচ্ছে ভালো মানের পরণুর অপ্রতুলতা, পানি ব্যবস্থাপনা, ব্যাকটেরিয়াজনিত রোগের প্রাদুর্ভাব, পরজীবীর উপদ্রব, অনুপযুক্ত জীব-নিরাপত্তা ব্যবস্থাপনা ইত্যাদি। এছাড়া হ্যাচারিতে দক্ষ জনবলের অভাব ও হ্যাচারির অব্যবস্থাপনা চিংড়ি চাষের প্রধান অন্তরায় বলে উল্লেখ করেন হিরণম্ময় ভট্টাচার্য। অন্যদিকে ড. সারওয়ার ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে মাছ রক্ষায় গবেষকদের পরামর্শ দেন। এ সময় তিনি হ্যাচরিতে বিদ্যমান ঝুঁকি দূরীকরণে এবং স্ব্যাস্থ্যকর রেণু উৎপাদনে বাংলাদেশকে সময়োপযোগী পদক্ষেপ নেয়ার উপদেশ দেন। কর্মশালায় বিভিন্ন বিশ^বিদ্যালয়ের বিশেষজ্ঞ, মৎস বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মী, ক্যাটালিস্টের প্রতিনিধি, উইনরক ইন্টারন্যাশনাল, ব্র্যাক এবং বিভিন্ন শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের সবাই দেশের গলদা চিংড়ি হ্যাচারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি বিস্তৃত রোডম্যাপ পরিকল্পনা প্রণয়নের সুপারিশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন