স্পোর্টস রিপোর্টার : মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টনের পুরুষ এককে যমুনা টেলিভিশনের শাফিক পাহাড়ি শিরোপা জিতেছেন। রানার-আপ হয়েছেন ৭১ টেলিভিশনের আব্দুলাহ রাহি। পুরুষ দ্বৈতে শরিফুল-আশরাফুল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন যমুনা টেলিভিশনের পাহাড়ি-মনজুর জুটি।
মহিলা এককে সেরার খেতাব জেতেন যমুনা টিভির শার্লি জাহান শিশির। রানার-আপ হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফারহানা ইয়াসমিন লোপা। মহিলা দ্বৈতে যমুনা টেলিভিশনের সুজানা ও শিশির জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের লোপা ও গ্রিমা জুটি। ৭১ টেলিভিশনের রাহি-দিপা জুটিকে হারিয়ে মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন যমুনার পাহাড়ি-শার্লি জুটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন