শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ব্যাটিং কোচ পাচ্ছে না নারী দল

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত বছরে পাকিস্তান সফরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সব ক’টি ম্যাচ হারের নেপথ্যে ব্যাটিং বিপর্যয়। সে বছরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় টুয়েন্টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের বাধা পেরুলেও প্রতিটি ম্যাচেই ব্যাটিং দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশ নারী দলের টীম ম্যানেজমেন্টকে। মাসে ৪ হাজার ৭৫০ ডলার বেতনে নিযুক্ত করা শ্রীলংকান কোচ চাম্পিকা গামাগে নিজের ক্রিকেট ক্যারিয়ারে ব্যাটসম্যান পরিচয় প্রধান ছিল না বলেই বাংলাদেশ নারী দলের ব্যাটিংয়ে উন্নতিতে তেমন মাথাব্যাথা নেই তার। ওই ২টি সফর শেষে পর্যকেক্ষণ রিপোর্টে টীম ম্যানেজার শফিকুল হক হীরা দলের সঙ্গে ব্যাটিং পরামর্শক নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। গ্যাপ শট খেলতে, কিংবা সিঙ্গল ডাবলসে মেয়েরা পারদর্শী নয় বলে টুয়েন্টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগের তাগিদ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা। তার প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ দলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথা মিডিয়াকে জানিয়েছিলেন ওম্যান্স উইং কমিটির চেয়ারম্যান এম এ আউয়াল চৌধুরী বুলু। বিপিএল ‘থ্রি’র ট্রফি জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ সালাউদ্দিনের সঙ্গে প্রাথমিক আলাপ ও করা হয়েছিল। অথচ, নারী দলের ব্যাটিং কোচ নিয়োগে এখন বুলু বিসিবি’র পরবর্তী পরিচালনা পরিষদের সভার দিকে তাকিয়েÑ ‘মেয়েদের ব্যাটিং ক্ষমতা বাড়ানোর জন্য একজন ব্যাটিং কোচ দরকার। আমাদের এখানে যারা আছেন, তাদের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছেন সিইও এবং নির্বাচকরা। বিষয়টি তারাই দেখছেন। ১৬ তারিখের সভা তো পিছিয়ে গেল, তাই এখন ২২ তারিখের সভার দিকে তাকিয়ে আছি।’
তবে পরিস্থিতির মুখে বাংলাদেশ নারী দল যে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ অথবা ব্যাটিং পরামর্শক পাচ্ছে না, তা স্পষ্ঠ করেছেন বিসিবি’র সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। প্রয়োজনে বিসিবি’র বেতনভুক্ত প্যানেল কোচদের মধ্য থেকে কারো সহায়তা নেয়া হতে পারে, এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন তিনিÑ ‘মেয়েদের জন্য ব্যাটিং কোচ নিয়োগের পরিকল্পনা ছিল, তবে এখন ওই পরিকল্পনা নেই। আমাদের এখানে যে সমস্ত কোচ আছেন, তাদের সহযোগিতা নেয়ার কথা ভাবা হচ্ছে।’
টুয়েন্টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ ম্যাচে ৫টি জয়ের বিপরীতে হার ২০টি। গত বছরে পাকিস্তান সফরে স্বাগতিক নারী দলের ১২৫ এবং ১১৪’র জবাবে বাংলাদেশ নারী দল থেমেছে ৯৫ ও ৮০ রানে, থাইল্যান্ডে টি-২০ বাছাইপর্বের ফাইনালে সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে টেনে-টুনে করতে পেরেছে ১০৫ ! টুয়েন্টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি মেয়েরা, এমনকি প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ কোন ম্যাচ খেলার সুযোগও দেশে বসে পাচ্ছে না মেয়েরা। তারপরও স্বপ্নটা অনেক বড়। কঠিন গ্রæপে বাংলাদেশ নারী দলের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড। অথচ, মেয়েদের টুয়েন্টি-২০ বিশ্বকাপে এমন কঠিন গ্রæপে পড়েও আপসেটের স্বপ্ন দেখছে বাংলাদেশ। আইসিসি’র নারী র‌্যাংকিংয়ে ৭ এ ওঠার টার্গেট বাংলাদেশ নারী দলের। কিন্তু বাস্তবতা হলো এই চারটি প্রতিপক্ষই বাংলাদেশ নারী ক্রিকেট দলের চেয়ে যোজন যোজন দূরে। তাদের কারো সঙ্গে অতীতে নেই টি-২০তে জয়ের কোন অতীত। টুয়েন্টি-২০ বিশ্বকাপটা শেষ পর্যন্ত না অংশগ্রহনেই সীমাবদ্ধ হয়ে যায়?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন