রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আগস্টে আসছে অস্ট্রেলিয়া

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : নিরাপত্তা অজুহাতে ২০১৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে পূর্ব নির্ধারিত সফর বাতিল করে বাংলাদেশের ক্রিকেটকে হুমকির মুখে ফেলতে চেয়েছিল অস্ট্রেলিয়া। ঠিক ঢাকার ফ্লাইটে উঠতে যখন অস্ট্রেলিয়ার নানা প্রান্ত থেকে ক্রিকেটাররা জড়ো হয়েছে সিডনীতে, তখন তাদের যাত্রা স্থগিত রেখে তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি ঢাকায় পাঠিয়ে বাংলাদেশকে উৎকণ্ঠায় রেখে শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে ক্রিকেট দল পাঠায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। দ্বিতীয় দফায় গত বছরের জানুয়ারী-ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও অস্ট্রেলিয়া তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে আসরটির ঠিক প্রাক্কালে! তবে নির্বিঘেœ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশে সম্পন্ন হওয়ায় এবং গত অক্টোবর-নভেম্বরে ইংল্যান্ড ক্রিকেট দলের পূর্ণাঙ্গ সিরিজ সফলভাবে বিসিবি আয়োজন করায় টনক নড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। ২০১৫ সালের পূর্ব নির্ধারিত সফর পরিবর্তন করে ২০১৭ সালের আগস্টে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আগ্রহের কথা জানিয়েছিল সে দেশটির ক্রিকেট বোর্ড। গতকাল আনুষ্ঠানিকভাবে আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যন্ড।
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আশ্বস্ত হয়েই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনিÑ ‘যে কোনো কিছু এখন এবং তখন ঘটে যেতে পারে। বাংলাদেশে এখন কি ঘটছে, তার উপর গভীর পর্যবেক্ষণ রাখব আমরা। তবে আমরা বাংলাদেশে যাচ্ছি, তা ধরে নিয়েই সেভাবে পরিকল্পনা করছি। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড যে সব বিষয় উপস্থাপন করেছে, তাতে স্বস্তি পাচ্ছি আমরা। এই মুহূর্তে আমরা ধরে নিচ্ছি বাংলাদেশ সফরে যেয়ে সেখানে আমরা দুটি টেস্ট খেলব।’
ইংল্যান্ড ক্রিকেট দলের নির্বিঘেœ বাংলাদেশ সফর সম্পন্ন হওয়ায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ধারনা পাল্টে গেছে বলে এবিসি রেডিওকে জানিয়েছেন জেমস সাদারল্যান্ডÑ ‘গত বছর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে দেখেছি, তাদের নিরাপত্তা ব্যবস্থা  অনেক উচুঁতে। দেখেছি সারাক্ষণ ক্রিকেট দলকে ঘিরে কঠোর নিরাপত্তা দেয়া হয়েছে। আমরা তাই আমাদের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শিন ক্যারলকে সেখানে ৭ থেকে ১০ দিনের জন্য পাঠাব। শুধুমাত্র তাদের নিরাপত্তা প্রক্রিয়া নিয়ে আরো কিছুটা স্বাচ্ছন্দ পেতে করণীয় কিছু থাকলে তার জন্য।’  
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরসূচী এখনো চূড়ান্ত হয়নি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ঘোষণার আগে বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফরসূচী চূড়ান্ত করেছে সে দেশের বোর্ড। আগামী ২১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ দলের শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরসূচী। তাই আগস্ট অথবা সেপ্টেম্বরে ২ টেস্ট খেলতে বাংলাদেশ সফরের কথা ভাবতে হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন