শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বিশ্বকাপে বাংলাদেশ যুবাদের স্পন্সর ‘ফ্রেশ’

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আগামী ২৭ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টীম স্পন্সরশিপ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আইসিসি এবং এসিসি’র জন্য টীম স্পন্সরশিপ রাইটস মোবাইল অপারেটর রবি কিনতে না পারায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টীম স্পন্সরশিপ কিনেছে ভোক্তাপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পণ্য ‘ফ্রেশ’। সাহারা ইন্ডিয়ার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর, ‘ফ্রেশ’-ই প্রথম আইসিসি’র কোনও প্রতিযোগিতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হতে পেরেছে। স্পন্সরশিপ চুক্তি অনুযায়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জার্সির গায়ে থাকবে ফ্রেশ এর লোগো। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক তাহমিনা মোস্তফা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের টীম স্পন্সরশিপ হতে পেরে গর্বিতÑ ‘আমরা সব সময়ই খেলাধুলাকে উৎসাহিত করতে চাই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ক্রিকেট কমিউনিটি এবং এর বিশাল সমর্থকগোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে আসন্ন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হতে পেরে আমরা আনন্দিত।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন