বিশেষ সংবাদদাতা : গতকাল থেকে এশিয়া কাপের অনুশীলন শুরু হলেও প্রথম দিন ছিল না বাংলাদেশ দলের স্কিল অনুশীলন। অনুশীলনের প্রথম দিন জিমে কাটিয়ে ফিটনেসেই মনোযোগী ছিলেন অধিকাংশ ক্রিকেটার। চট্টগ্রাম পর্বের অনুশীলন শেষে তিনদিন বিশ্রামে কাটিয়ে গতকাল অনুশীলনে যোগ দিতে এসে অনেকটা প্রাণবন্ত ক্রিকেট দলকে দেখেছে মিডিয়া। নিজেদের মধ্যে খোশগল্পে মেতে উঠেছে তারা। তবে পিএসএলএ করাচী কিংসের হয়ে খেলে ঢাকায় ফেরা মুশফিকুর রহীম ছিলেন ব্যতিক্রম। নির্ধারিত সময়ের আগে শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে ইনডোরে ব্যাটিং অনুশীলনে অনেকক্ষণ ছিলেন মগ্ন। ভিডিও দেখে গুরু সালাউদ্দিনের কাছ থেকে ব্যাটিংয়ের ভুল-ত্রæটি নিয়ে কাজ করেছেন সাকিব। আজ থেকে পুরোদমে চলবে ক্রিকেটারদের স্কিল অনুশীলন পর্ব। আগামী ২৪ ফেব্রæয়ারি ভারতের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে অবতীর্ণ হওয়ার আগে সময় মাত্র ৩ দিন পাচ্ছে বাংলাদেশ দল। এদিকে এশিয়া কাপে অংশ নিতে আজ ঢাকায় পা রাখবে শ্রীলংকা ও ভারত। সবার আগে ঢাকায় আসবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। রোববার বেলা ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একই দিন রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখবে মহেন্দ্র সিং ধোনির ভারত। পিএসএল’র ফাইনাল সম্পন্ন হওয়ার আগে ঢাকায় আসতে পারছে না পাকিস্তান দল। আগামী বুধবার বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন