স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আর্সেনালের এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচ। ইংলিশ ফুটবলের অন্যতম শক্তিশালী দলটির প্রতিপক্ষ দুর্বল হাল সিটি। কিন্তু দুর্বল প্রতিপক্ষকে পেয়েও জিততে পারল কই আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল! গোলশূন্য ড্র মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। গতকাল সন্ধ্যায় এই ম্যাচে গানাররা খারাপ খেলেছে বলা যাবে না। শুধু গোলই পায়নি এই যা। জয় ছিনিয়ে নেওয়ার মতো অসংখ্য সুযোগও সৃষ্টি করেছিল তারা। কিন্তু প্রতিবারই হতাশ হতে হয়েছে হালসিটির গোলরক্ষকের সামনে গিয়ে। হাল সিটির গোলপোস্টে দেওয়াল হয়ে ছিলেন এল্ডিন জাকুপোভিচ। একের পর এক দুর্দান্ত সেভে ব্যর্থ করেছেন আর্সেনালের আক্রমণগুলো। ড্র হওয়ায় ষষ্ঠ রাউন্ডের টিকেট পেতে রিপ্লে ম্যাচে (পুনরায় ম্যাচ) অংশ নিতে হবে এই দুই দলকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন