শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

শেষ হলো প্রাইম ব্যাংক কাপ গলফ

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : তিন দিনব্যাপী প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে। টুর্নামেন্টের এবারের আসরে বিজয়ী খেলোয়াড়রা হলেন- উইনার : লে: কর্নেল একেএম জহিরুল ইসলাম, সিনিয়র উইনার : লে: কর্নেল নাসির আহমেদ ও লেডিস উইনার : মিসেস তাহমিনা রেহমান । শুক্রবার কুর্মিটোলা গলফ কোর্সে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল মো: মাহফুজুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালক মাফিজ আহমেদ ভূঁইয়া এবং ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক- মোঃ শাহাদাত হোসেন এবং ব্যাংকের প্রাক্তন পরিচালক শাহেদা পারভীন তৃসা ও ফিরোজা আমিন। প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ তাবারক হোসেন ভূঞা, হাবিবুর রহমান, মো: গোলাম রব্বানী, মোঃ তৌহিদুল আলম খান ও সৈয়দ ফরিদুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন