স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি আ লিগে চ্যাম্পিয়ন জুভেন্টাসের টানা ১৫ জয়ের লাগাম টেনে ধরেছে বোলোগনা। পরশু রাতে বোলোগনার মাঠে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। বোলোগনার হয়ে মাত্র একবার গোল বরাবর শট নেন এসি মিলান লিজেন্ড রবার্তো দনাদনি। বিরতির পর গোলের সহজতম দুই-দুটি সুযোগ আসে জুভেন্টাস মিডফিল্ডার পল পগবার সামনে, কিন্তু ব্যর্থ হন তিনি। এক ম্যাচ বেশি খেলে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভারা। ২ পয়েন্ট পিছনে নাপোলি (২য়)। এছাড়া ঘরের মাঠে জেনোয়ার বিপক্ষে এসি মিলান ২-১ গোলে জিতলেও ফিওরেন্তিনার মাঠে ২-১ গোলে হেরে গেছে ইন্টার মিলান। ৪৯ পয়েন্ট নিয়ে ৩য় অবস্থানে ফিওরেন্তিনা। ইন্টার মিলান (৪৫) ও এসি মিলানের (৪৩) অবস্থান যথাক্রমে ৫ম ও ৬ষ্ঠ। ৪৭ পয়েন্ট নিয়ে ৪নং দল রোমা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন