শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বড় আসরের জন্য প্রস্তুত মুস্তাফিজুর

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : নিজেকে চিনিয়েছেন অভিষেকেই। গত বছরের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে আফ্রিদি, হাফিজকে কাটার ডেলিভারিতে হতভম্ব করে বিস্ময়কর যাত্রায় বছরটি কি দারুণই না কাটিয়েছেন বাঁ-হাতি পেস বোলার মুস্তাফিজুর। ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট, অভিষেক ২ ইনিংসে জিম্বাবুয়ের ব্রায়ান ভিটরীর রেকর্ডকে স্পর্শ করে ওই বছরে ৯ ওয়ানডে ম্যাচে ২৬ উইকেটে হৈ চৈ ফেলে দিয়েছেন সাতক্ষীরার এই ২০ বছরের ছেলেটি। হোমে উপর্যুপরি ৪টি ওয়ানডে সিরিজ জয়ের এই নায়ক বিস্ময়কর পারফরম্যান্সে আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে দলে পেয়েছেন জায়গা, ক্রিকইনফোর সেরা একাদশেও উঠেছে তার নাম। এমন পারফরম্যান্সে আইপিএলএ সানরাইজার্স হায়দারাবাদে ১ কোটি ৪০ লাখ রুপিতে হয়েছেন বিক্রি। পাকিস্তান সুপার লীগের দল লাহোর কালান্দার্সে ৫০ হাজার ডলারে বিক্রি হয়ে খেলতে পারেননি। সোলডারে চোটের কারণে বিসিবি’র পক্ষ থেকে অনাপত্তিপত্র পাননি তিনি। পুরোপুরি ফিট হয়ে এবার বড় আসরের জন্য প্রস্তুত মুস্তাফিজুর রহমান। এশিয়ার তিন পরাশক্তির বিপক্ষে মেলে ধরতে এখন মুখিয়ে আছেন মুস্তাফিজ।
২০১২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে বয়স ছিল মাত্র ১৬। তবে দলের অংশ না হয়েও এক অর্থে ছিলেন দলের খুব কাছাকাছি। সাকিব, মুশফিক, তামীমদের জন্য নেট বোলারের দায়িত্বটা পড়েছিল মুস্তাফিজুরের ওপর। ৪ বছর আগের সেই স্মৃতি রোমন্থন করেছেন মুস্তাফিজÑ ‘মনে আছে, ওই সময় আমি ঢাকাতেই পেস ফাউন্ডেশন ক্যাম্পে ছিলাম। থাকতাম মামার বাসায়। বাংলাদেশ দলের নেটেও বোলিং করেছি।’ এশিয়া কাপে বাংলাদেশের সেরা ওই আসরে ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে হারের কষ্টটা এখনো ভুলতে পারেননি স্বল্পভাষী মুস্তাফিজÑ ‘দেশের খেলা। হারলে তো খারাপ লাগবে।’ দ্বিপাক্ষিক সিরিজ থেকে এবারই প্রথম বড় টুর্নামেন্ট খেলবেন। অন্য এক শিহরণ তাই অনুভব করছেন মুস্তাফিজÑ এশিয়া কাপ আগে খেলিনি। এটাই প্রথম। দলে রাখার জন্য কোচ-সিলেক্টরদের ধন্যবাদ। আমাকে যেহেতু রাখছে, চেষ্টা করব আমার সেরাটা দেয়ার।’
ওয়ানডে অভিষেকে বাজিমাত যে দলের বিপক্ষে, এশিয়া কাপে নিজের অভিষেকে সেই ভারতকেই পাচ্ছেন মুস্তাফিজ। এবারো যে ভারতের বিপক্ষে স্মরণীয় কিছু করতে চান, অল্প কথায় সেটাই জানিয়েছেন তিনিÑ ‘আবারো ভারত, ঠিক আছে। আমাকে সুযোগ দিলে আমি সেরাটা খেলব।’ আশ্চর্য হলেও সত্যি, কখনো নাকি লক্ষ্য নির্ধারণ করে বোলিং করেন না, লক্ষ্যটা শুধু ভাল বোলিংÑ‘ লক্ষ্য নেই। সব সময় যে রকম, এবারও সে রকম চেষ্টা করব।’ দ্বি-পাক্ষিক সিরিজের মতো বড় টুর্নামেন্টেও মুস্তাফিজুরের দিকে তাকিয়ে বাংলাদেশ। তা জানেন মুস্তাফিজ নিজেওÑ ‘জিম্বাবুয়ে সিরিজের পর খুলনা ও চট্টগ্রামে অনুশীলন ছিল। সব কিছু ঠিক আছে। আশা করি সামনে ভালো কিছু হবে। নিজেরটা আর কি! সব কিছু এক।’
চ্যাম্পিয়ন বোলার বলেই এশিয়া কাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন দেখতে চান মুস্তাফিজুরÑ ‘যেকোনো খেলায় চেষ্টা করি চ্যাম্পিয়ন হওয়ার। টি-২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপ, টুয়েন্টি-২০ বিশ্বকাপের অনুশীলন এর চেয়ে ভাল আর কি হতে পারে ? তবে এশিয়া কাপ টুয়েন্টি-২০ ফরমেটে হবে বলে এই টুর্নামেন্ট নিয়ে খুব খুশি হতে পারছেন না মুমÍাফিজÑ ‘আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করব। তবে টুয়েন্টি-২০’র চেয়ে একদিনের খেলা আমার বেশি প্রিয়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন