শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ধামরাইয়ে গবাদী পশু-পাখি চিকিৎসায় সেনাবাহিনীর ক্যাম্পেইন

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে গতকাল বুধবার সকাল থেকে গৃহপালিত পশু-পাখির চিকিৎসা দিয়েছে সাভার অঞ্চলের সেনাবাহিনীর সদস্যরা। আফাজ উদ্দিন স্কুল ও কলেজ মাঠে সকাল ১০টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী সাভার অঞ্চলের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় সকাল ১০টায় ফ্রি ভ্যাটেরিনারি সার্ভিস ক্যাম্পেইনের উদ্বোধন করেন মিলিটারি ফার্ম সাভারের অধিনায়ক কর্নেল মো. আবদুল বাকী। এসময় বক্তব্য রাখেন আফাজ উদ্দিন স্কুল ও কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান ও ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন। এসময় সামরিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল পলাশ কুমার ভট্টাচার্য্য, মেজর আবু জাফর মোল্লা, মেজর মোশাফেকুজ্জামান খান ও মেজর আসাদুজ্জামান চৌধুরী। সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত চলে গরু, মহিষ, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগির সকল ধরনের টিকা, কৃমিনাশক, ভিটামিন-মিনারেল ও বিভিন্ন রোগের চিকিৎসা সেবা। চিকিৎসার ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে ওষুধ দেয়া হয় ক্যাম্প থেকে। মেজর আসাদুুজ্জাম চৌধুরী জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ৫১৫টি গরু, ৭০টি মহিষ, ৮শ’ ছাগল, ৫০টি ভেড়া এবং ১ হাজার ৮ শ’ হাঁস-মুরগির চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন