টেস্ট ক্রিকেট থেকে অবসরে গ্রহণ করছেন শ্রীলঙ্কার থিসেরা পেরেরা। তবে ওয়ানডে ফরম্যাট এবং সীমিত ওভারের ম্যাচে খেলবেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। ক্রিকেট বোর্ড থেকে নাম প্রকাশ না করার শর্তে গতকাল এক কর্মকর্তা বলেছেন, ২৬ বছর বয়সী এই ক্রিকেটার তার টেস্ট ক্যারিয়ারে অবসর গ্রহণের কথা জানিয়ে বোর্ডকে চিঠি পাঠিয়েছেন। তবে এখনই পেরেরার বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়া হচ্ছে না। আগামী মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার তিনটি টেস্ট ম্যাচের সফরের আগে পেরেরার সিদ্ধান্ত জানানো হবে। শ্রীলঙ্কা এই সফরে অবশ্য পাঁচটি ওয়ানডে ম্যাচ এবং একটি টোয়েন্টি-২০ ম্যাচও খেলবে। ২০১১ সালে কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে পেরেরা টেস্ট ক্যারিয়ার শুরু করেন। পেরেরা টেস্টে অভিষেকের পর থেকে এই পর্যন্ত ছয়টি টেস্ট ম্যাচ খেলেছেন। তার সংগ্রহে আছে ২০৩ রান এবং ৬৫৩ রান দিয়ে ১১টি উইকেটও নিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন