রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

১১৯ বলে ০, শূণ্য রানে ৬!

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টি-২০’র দুনিয়ায় এও সম্ভব! নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ফ্রেজার উইলসন ১১৯ বল খেলে একটিও রান করেননি। ব্যাট করেছেন দু’ঘণ্টার বেশি সময়। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে হক জোন কাপে অবনমনের লড়াই ছিল ওটাগো কাউন্ট্রির সঙ্গে সাউদার্ন ক্রিকেট ক্লাবের। ৩৪৫ রানের লক্ষ্য তাড়া করছিল ওটাগো। দলের রান যখন ৯৯/৬, তখন ব্যাট করতে নামেন ওটাগো অধিনায়ক ফ্রেজার উইলসন। ১২৬ মিনিট উইকেটে ছিলেন তিনি। ১১৯ বল খেলেছেন। কিন্তু একটিও রান করেননি। প্রথম ইনিংসে ৩৫ বলে ২০ রান করেছিলেন ফ্রেজার। বল হাতে ৪ উইকেট নেন।
এদিকে যখন এই ব্যাটসম্যান বিরক্তের কারণ বনে গিয়েছিলেন বোলারদের, ঠিক সেদিনই ভারতে এক বোলার আতঙ্কের এক নাম হয়ে দেখা দিয়েছেন, সরফরাজ আশরাফ। ৩ ওভার বল করে শূন্য রানে ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ঝাড়খÐের এই চায়নাম্যান। কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত টি২০ ম্যাচে ইয়ং পায়োনিয়ার সিসি দলের হয়ে নিজের প্রথম ওভারেই পাঁচটি উইকেট তুলে নেন সরফরাজ। শেষ তিনটি বলে তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করেন তিনি। শেষ পর্যন্ত আশরাফের বোলিং স্পেল দাঁড়ায় ৩-৩-০-৬। তার স্পিনে বিধ্বস্ত হয়ে মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় মারকারা ইয়ুথ ক্লাব। গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে রংপুর রাইডার্সের স্পিনার আরাফাত সানি কোনো রান না দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন। এর আগে ২০০৭ সালে মাত্র ৫ বল করে কোন রান না দিয়েই ৩ উইকেট নিয়েছিলেন চিলো মারিয়ানস ক্রিকেট ক্লাবের দিনুকা হেত্তিয়ারাচ্চি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন