বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ইউসিবির উদ্যোগে এন্টি মানি লন্ডারিং বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) গত ১৬ জানুয়ারি গোপালগঞ্জে ‘এন্টি মানি লন্ডারিং ও কমব্যাটিং ফিন্যান্সিং অফ টেরোরিজম’ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও হেড অফ বিএফআইইউ জনাব আবু হেনা মোঃ রাজী হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ও অপারেশনাল হেড অফ বিএফআইইউ দেবপ্রসাদ দেবনাথ। অন্যান্যদের মধ্যে ইউসিবি’র ইভিপি এবং ব্রাঞ্চেস কন্ট্রোল ও ডেভেলপমেন্ট বিভাগের প্রধান জনাব আবু সাদেক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল ব্যাংকের ঝুকিঁ প্রশমনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী অর্থ পাচার ও সন্ত্রাসের অর্থায়ন রোধে সন্দেহজনক লেনদেন প্রতিরোধে সচেতন ও দক্ষ করে তোলা। -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন