শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সমাবেশ র‌্যালি কর্মসূচি আজ ছাত্রসেনার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ ও ইসলামের একমাত্র অবিকৃত রূপরেখা আহ্লে সুন্নাত ওয়াল জমা’আতের একক আদর্শবাহী সংগঠন।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার আজ ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাব চত্বরে ছাত্রসমাবেশ, লাখো কণ্ঠে ইয়া নবী সালাম আলাইকা ও বর্ণাঢ্য র‌্যালি বের করবে ঢাকা জেলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মহানগর (উত্তর-দক্ষিণ), উত্তর জেলা, দক্ষিণ জেলায় পৃথক পৃথক ছাত্রসমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। তাছাড়া দেশব্যাপী বিভিন্ন জেলা, উপজেলা, থানা কমিটি প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলন করবে। স্বৈরাশাসন বিরোধী আন্দোলনেও ছাত্রসেনা অগ্রণী ভ‚মিকা পালন করে। ১৯৯১ সনে ঢাকসু ছাত্রসেনার তৎকালীন কেন্দ্রীয় সভাপতি স.উ.ম আবদুস সামাদ ও সাধারণ সম্পাদক মোছাহেব উদ্দীন বখতিয়ার সংবাদ সম্মেলনের মাধ্যমে গোলাম আযমের ফাঁসি ও যুদ্ধপরাধীদের বিচারের দাবী জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন