আখাউড়া উপজেলা সংবাদদাতা : আইন-বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এড. আনিসুল হক বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় বিজ্ঞ আদালত আইন মেনে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২৬ জনকে ফাঁসির রায় দিয়েছেন। বিএনপি প্রথমে এ রায়কে স্বাগত জানায়। পরে আবার বক্তব্য পাল্টে বলা শুরু করলো আদালত যাদের শাস্তি দিয়েছে প্রেসিডেন্ট নাকি তাদেরকে ক্ষমা করে দিবেন। গতকাল শনিবার দুপুরে আখাউড়া উপজেলার ধরখার বাস স্ট্যান্ডে তিতাস নদী পুনঃখনন প্রকল্প উদ্বোধন শেষে এক জনসভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মামলাটি এখন হাইকোর্টে যাবে, তারপর সুুপ্রিমকোর্ট শেষ হলে যাবে প্রেসিডেন্ট কাছে। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনই বলছেন প্রেসিডেন্ট নাকি ক্ষমা করে দেবেন। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। বিএনপির আমলে ফাঁসির আসামি সুইডেন চলে যেত। আওয়ামী লীগের আমলে অপরাধ করে কেউ পার পায় না, এটা তার প্রমাণ।
আইনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন। বর্তমানে মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৪৬৫ মার্কিন ডলার। যা বিএনপির আমলে ছিল ৫৪৬ মার্কিন ডলার। এখন আর আমাদেরকে কেউ ভিক্ষুকের জাতি বলতে পারে না। মন্ত্রী বলেন, বিশ্বের ৫টি রোল মডেল দেশের মধ্যে বাংলাদেশ একটি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
ধরখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রকল্প পরিচালক প্রকৌশলী মো: নুরুল আমিন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া প্রমুখ।
এর আগে মন্ত্রী ১৫৫ কোটি টাকা ব্যয়ে তিতাস নদী পুন:খনন প্রকল্প উদ্বোধন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন