সাইফুল হক পলাশ : হালের সর্বাধুনিক স্মার্টফোনটি দেখার জন্য সবাই উন্মুখ হয়ে চেয়ে আছে সবার চোখ স্পেনের বার্সেলোনার দিকে। এখানে পসরা বসেছে বিশ্বের নামকরা মোবাইল কোম্পানিগুলোর নজর কাড়া সব স্মার্টফোনের। মোবাইল ইজ এভরিহোয়ার’ থিম নিয়ে শুরু হলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। সবাই তাকিয়ে আছে স্যামসাং, এলজি, সনি, হুয়াউইর মত ব্র্যান্ডগুলোর দিকে। এই সব প্রযুক্তি নিয়ে বার্সেলোনা হয়ে মাতিয়ে তুলবে গোটা দুনিয়া।
মন্তব্য করুন