স্পোর্টস রিপোর্টার : স্বাধীনবাংলা ফুটবল দলের অধিনায়ক ও আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন ‘সেভ দ্য স্পোর্টসের’ চেয়ারম্যান জাকারিয়া পিন্টু আক্ষেপ করে বলেছেন, ‘ফুটবল নিয়ে এখন আর গর্ববোধ করতে ভালো লাগে না। যখন দেখি সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশের ভাগ্যে ব্রোঞ্জপদক জুটে, তখন খুব খারাপ লাগে। যেখানে দেশের ফুটবলের করুণ দশা সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তা হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জেলায় ঘুরে বেড়ান। এরচেয়ে লজ্জাজনক আর কি হতে পারে। এসএ গেমসে যদি লাল-সবুজরা স্বর্ণ জিততো, তাহলে হয়তো আস্ত একটি বিমানই কিনে ফেলতেন বাফুফের কর্তারা।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে এসএ বাংলাদেশের ব্যর্থতা নিয়ে সেভ দ্য স্পোর্টসের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আরো বক্তব্য রাখেন সংগঠনের কো-চেয়ারম্যান খায়রুল কবির খোকন ও মহাসচিব দিলদার হাসান দিলু। পিন্টু বলেন, ‘আমি ফুটবলের লোক। ফুটবলই আমার ধ্যান-জ্ঞান। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পর এবার এসএ গেমসে যা দেখলাম তাতে দেশের ফুটবল নিয়ে আমি হতাশ। ভারত যাওয়ার আগে স্বর্ণপদক ধরে রাখার ফাঁকা বুলি আওড়িয়েছিলেন বাফুফে কর্তারা। কিন্তু গৌহাটি থেকে কি নিয়ে এলেন তারা? ভুটানের ক্ষুদে ফুটবলারদের কাছে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ।’ ঢাকা মোহামেডানের সাবেক এই অধিনায়ক আরো বলেন, ‘আমার অবাক লাগে, সরকারী টাকা খরচ করে এত বড় বহর গেছে গৌহাটি ও শিলংয়ে, অথচ মাত্র চারটি স্বর্ণপদক জমা পড়েছে বাংলাদেশের ঝুলিতে। খেলার জগতে এটা আমাদের জন্য বড়ই লজ্জাজনক। এমন ব্যর্থতা মেনে নেয়া যায় না। এর তদন্ত হওয়া উচিত।’ কো-চেয়ারম্যান খায়রুল কবির খোকন বলেন, ‘অবশ্যই গৌহাটি-শিলং এসএ গেমসে বাংলাদেশের ব্যর্থতার তদন্ত হওয়া উচিত। আর যে সব ডিসিপ্লিনসহ ক্রীড়াবিদরা পদক জিততে পারেননি, পরবর্তীতে তাদেরকে আর কোন গেমসে না পাঠানোই উচিত।’ মহাসচিব দিলদার হাসান দিলু বলেন, ‘অন্যান্য গেমসের মতো এবারের গেমসেও অনেক অনিয়ম হয়েছে। ভারত যাওয়ার আগে যারা স্বর্ণজয়ের প্রতিশ্রæতি দিয়েছিলেন, তাদের অধিকাংশই নিজেদের কথা রাখতে পারেনি। কেন তারা কথা রাখতে পারেননি? এর তদন্ত হওয়া উচিত। যেমন সাইক্লিং, ভলিবল ও টেনিসে কোন পদকই আসেনি। তাছাড়া ইনচন এশিয়ান গেমসেও দু’জন ক্রীড়াবিদ পালিয়ে গেছেন। যার তদন্ত আজও হয়নি। এগুলোর সুষ্ঠু তদন্ত হলে দেশের ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়ে যাবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন