স্পোর্টস রিপোর্টার : চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সাউথ জোনের দেওয়া মাত্র ১৪১ রানের লক্ষ্যেটা পূরণ করতে পারেনি নর্থ জোন। ১১৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে ২২ রানের জয় পায় সাউথ জোন। আজ শেষ দিনে নর্থ জোনের প্রয়োজন ছিল ৭৯ রান, হাতে ছিল ৮ উইকেট। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় মামুলি লক্ষ্যটাও তাদের অধরা থেকে গেছে। সর্বোচ্চ ৪৫ রান করেন নাজমুল। সাউথ জোনের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শফিউল। এছাড়া হালিম ও শিফাত নেন ২টি করে উইকেট। সাউথ জোনের আফিফ হোসাইন হন ম্যাচসেরা। চট্টগ্রামের আরেক ভেন্যু এমএ আজিজ স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের দেওয়া ৩১৯ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ রান তুলতেই ১টি উইকেট খুঁইয়ে বসেছিল ইস্ট জোন। গতকাল শেষ দিনে তাদের প্রয়োজন ছিল ৩১৮ রান, হাতে ছিল ৯ উইকেট। কিন্তু সেন্ট্রাল জোনের হৃদয়ের বোলিং তোপে দ্রæতই আরো ৫টি উইকেট হারিয়ে বসে ইস্ট জোন। ৫টি উইকেটই নেন হৃদয়। এরপর প্রসেনজিতের অপরাজিত ১১২ ও মনিরুলের অপরাজিত ৫২ রানের সুবাদে হার এড়ায় ইস্ট জোন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৫৮ রান করে দিন শেষ করে তারা। ম্যাচসেরা নির্বাচিত হন সেন্ট্রাল জোনের রাইহান রাফসান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন