স্পোর্টস ডেস্ক : আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের চূড়ান্ত দলে ছিল ড্যারেন ব্রাভোর নাম। কিন্তু টেস্ট ক্রিকেটে মননিবেশ করার কারণ দেখিয়ে গত সপ্তাহে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। উইন্ডিজ বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে সই না করলেও টেস্ট ক্রিকেটকেই সর্বোচ্চ প্রাধান্য দেয়ার কথা জানিয়েছিলেন ব্রাভো। তার পরিবর্তে বিশ্বকাপের দলে যোগ করা হয়েছে জনসন চার্লসকে। উদ্বোধনী ব্যাটসম্যান চার্লস সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত নভেম্বরে শ্রীলঙ্কা সফরে। ২০১২ সালে শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ শিরোপা জেতাতেও বেশ ভূমিকা ছিল তাঁর। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এবারের টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ খেলবে ১ নম্বর গ্রæপে। এই গ্রæপের অন্য দলগুলো হলো ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও প্রথম রাউন্ড থেকে উঠে আসা একটি দল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন