সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মাশরাফিকে ট্রফি উপহার দিতে চান মাহমুদুল্লাহ

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত বছর অন্য এক উচ্চতায় বাংলাদেশ দলকে তুলে এনেছেন মাশরাফি। ১৮ ওয়ানডে ম্যাচে ১৩ জয়, বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালিস্ট, হোমে চারটি ওয়ানডে সিরিজের সব ক’টিতে জয়! মাশরাফিতে উদ্বুদ্ধ মাহামুদুল্লাহ’র আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ একটি বছর কেটেছে গত বছর। সে কারনেই অধিনায়ক মাশরাফিকে ট্রফি উপহার দিতে চান মাহামুদুল্লাহ। গতকাল ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে মাশরাফির নামটি জানাজানি হওয়ায় গর্বিত মাহামুদুল্লাহ বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ককে ট্রফি উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেনÑ‘যদি আমরা উনাকে কোনো ট্রফি দিতে চাই, এশিয়া কাপ ও বিশ্বকাপের চেয়ে বড় কিছু হয় না। আমরা চেষ্টা করব সবাই মিলে। যেন এশিয়া কাপ ও বিশ্বকাপে উনার জন্য যেন খেলতে পারি।’
এমন শপথের পেছনে মাশরাফির নেতৃত্বগুনকে টেনে এনেছেন মাহামুদুল্লাহÑ ‘ব্যতিক্রমধর্মী লিডারশিপ ওনার। হি ইজ আ চ্যাম্পিয়ন লিডার। এই গুণটা আর সবার থেকে তাকে আলাদা করে রাখবে। আমরা যারা কাছে থাকি, তারা তা অনুভব করি। তারা দেখতে পাই। আমাদের পারফরম্যান্সেই উনার নেতৃত্বের ছায়া দেখা যাচ্ছে। আশা করি উনি যেনো আরো ভালোভাবে নেতৃত্ব দিতে পারেন। আমরা যেন আরও ভালোকরতে পারি।’
২০১২ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের কাছে ফাইনালে হারের যন্ত্রনা এখনো বয়ে বেড়াচ্ছেন মাহামুদুল্লাহ। সেই যন্ত্রনা লাঘবে এশিয়া কাপের ট্রফিতে রাখছেন তিনি চোখÑ ‘এটা শুধু বিশ্বকাপের প্রস্তুতি নয়। আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করব। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। শুরুটা ভালো হলে এগিয়ে যেতে পারবো।’ শুরুতেই প্রতিপক্ষ হিসেবে টি-২০’র নাম্বার ওয়ান র‌্যাংকিং ধারী দল ভারতকে পাচ্ছে বাংলাদেশ। তারপরও এই ম্যাচে জয় অসম্ভব মনে করছেন না মাহামুদুল্লাহÑ ‘বাড়তি কিছু নেই। আমরা সবাই খুব রিল্যাক্সড। ফিটনেস, স্কিল সবকিছু নিয়েই সবাই কাজ করেছি। সা¤প্রতিক সময়ে ভারত খুব ভালো ক্রিকেট খেলছে। তবে আমরা শুধু আমাদেরটা নিয়েই ভাবছি। আত্মবিশ্বাস নিয়ে শুরু করলে ভালো ফল হওয়া সম্ভব। মোমেন্টাম সঙ্গে নিয়ে যেতে পারলে ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করতে পারবো। আশা করি এবারের এশিয়া কাপে আমরা টি-টোয়েন্টি ক্রিকেটের দুর্বলতা কাটিয়ে উঠতে পারব।’
টি-২০তে এখনো নিজেকে উপস্থাপন করতে পারেননি। স্ট্রাইক রেটও বলার মতো নয়। তারপরও প্রথম বল থেকেই ছক্কা মারবেন তিনি, কথার ছক্কায় সেটাই জানিয়ে দিয়েছেন মাহামুদুল্লাহÑ‘ ‘যখনই নামব, প্রথম বলেই ছক্কা মারার চেষ্টা করব। টি-টোয়েন্টিতে একটু কৌশলী হতে হয়। পরিস্থিতি বুঝে খেলতে হয়। একটি উইকেট, ছক্কা কিংবা রান আউট খেলার পরিস্থিতি বদলে দেয়। সবাই বলে টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা ভালো দল নই। সে কথা ভুল প্রমানে এটাই আমাদের চ্যালেঞ্জ। স্ট্রাইক রেট আরও ভালো করতে হবে। আগ্রাসী ক্রিকেট খেললে নিজের খেলাও ভালো হবে, দলেরও ভালো হবে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন