বিশেষ সংবাদদাতা : গত বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বর্ধিত করা হয়েছিল ৩০ শতাংশ। বর্ধিত বেতন পেয়ে সারা বছর ফুরফুরে মেজাজে ক্রিকেট খেলেছেন ক্রিকেটাররা। তার দৃশ্যমান প্রমাণ মিলেছে গত বছরে। সে কারণেই এ বছরের জানুয়ারি থেকে ক্রিকেটারদের বেতন বৃদ্ধির দাবিটা হয়েছে জোরালো। নূতন মেয়াদে এ বছর যে ১৪ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হচ্ছে তাদের বেতন ২৫ শতাংশ হারে ক্রিকেটারদের বেতন বৃদ্ধির প্রস্তাব গতকাল বিসিবি’র পরিচালনা সভায় অনুমোদিত হয়েছে। গতকাল বিসিবি’র পরিচালনা পরিষদের সভা শেষে এ তথ্যই দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপিÑ‘১৪ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে আমরা চূড়ান্ত করেছি। তাদের বেতন ২৫ ভাগ বৃদ্ধি করা হয়েছে।’
তবে পুরোপুরি ফিট না হয়ে বিপিএল খেলে, ফিজিও’র পরামর্শ অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়া মেনে না চলায় পেস বোলার রুবেল হোসেনের উপর কঠোর হয়েছে বিসিবি। তাকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কারণ দর্শানো নোটিশের সন্তোষজনক উত্তর না পেলে রুবেলকে কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হবে বলেও কঠোর অবস্থান বিসিবি’রÑ‘ইনজুরি থেকে ফেরার জন্য তাকে যে নির্দেশনা দেয়া হয়েছিলো, তা রুবেল অনুসরণ করেনি। এ জন্যই তাকে আপাতত কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। তার জায়গায় এখনো কাউকে নেয়া হয়নি। কারণ দর্শানোর নোটিশে সে যদি সন্তোষজনক উত্তর দিতে পারে, তবে সে চুক্তিতে ঢুকবে। তা না হলে তাকে বাদ দেয়া হবে।’
ক্লাবগুলোর একজোট হওয়ায় আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে প্লেয়ার বাই চয়েজ ফর্মূলায় দল-বদল হবে, সে সিদ্ধান্তের বাইরে যেতে পারছে না বিসিবি। তবে ক্যাটাগরী অনুযায়ী প্লেয়ার বাই চয়েজে ক্রিকেটারদের সম্মানী নির্ধারনে নীচের শ্রেনীতে থাকা ক্রিকেটারদের আর্থিক বিষয়টি উপেক্ষিত হয়েছে বলে সম্মানী পুনর্নির্ধারণের দায়িত্ব চার বোর্ড পরিচালককে দেয়া হয়েছে। বিসিবি’র এক পরিচালক জানিয়েছেনÑ‘উপরের দিকের ক্যাটাগরির ক্রিকেটারদের সম্মানী ঠিক আছে। তবে নীচের দিকের ক্যাটাগরীর ক্রিকেটারদের জন্য যে সম্মানীর প্রস্তাব করা হয়েছে, তা সন্তোষজনক নয়। প্রথম বিভাগ ক্রিকেট লীগে খেলে ক্রিকেটাররা যেখানে পান ৫ লাখ টাকা, সেখানে প্রিমিয়ার ডিভিশনে প্øেয়ার বাই চয়েজে সর্বনি¤œ ক্যাটাগরির ক্রিকেটারের জন্য কেন মাত্র ৩ লাখ টাকা সম্মানী ধার্য করা হবে? এখানেই আপত্তি বোর্ড সভাপতির।’
বিসিবি’র ওয়ার্কিং কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ এর নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে গতকালকের সভায়। যে কমিটিতে আহমেদ সাজ্জাদুল আলম ববি, নাইমুর রহমান দুর্জয় এবং নাজমুল কবির টেংকু আছেন। ৪৮ ঘন্টার মধ্যে সন্তোষকজনক সম্মানী নির্ধারনের প্রস্তাব বোর্ড সভাপতিকে দেয়ার কথা তাদের। এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের জন্য যথারীতি অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মাশরাফি, সহ-অধিনায়ক সাকিব।
বার্সেলোনার জার্সির মতো এবার বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতেও দেখা যাবে ইউনিসেফের লোগো। তবে এই লোগোটি জার্সির কলারে ব্যবহৃত হবে। এ সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে গতকালকে সভায়। এ সিদ্ধান্তের কথাও মিডিয়াকে জানিয়েছেন বিসিবি সভাপতি। ভারতের একটি টেলিভিশনে গোপন ভাবে ধারনকৃত ভিডিওতে আইসিসি’র প্যানেল আম্পায়ার ম্যাচের ফল নির্ধারণে রাজি আছেন বলে প্রমানিত হওয়ায় অভিযুক্ত আম্পায়ার নাদির শাহকে সকল ধরনের ক্রিকেটে আম্পায়ারিং থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ে ফেরার পথ করে দিয়েছে নাদিরকে বিসিবি।
বিসিবি ৫ বছরের কর্মপরিকল্পনা তৈরির জন্য রস টার্নারকে যে দায়িত্ব দেয়া হয়েছিল, তা গতকাল অনুমোদন দিয়েছে বিসিবি। ম্যাচ পর্যালোচনায় ইতোপূর্বে ব্যবহৃত পদ্ধতি থেকে বেরিয়ে এসে নুতন সফটওয়ারে খেলোয়াড়দের ভিডিও এনালাইসিস এর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আধুনিক এই সফটওয়্যার এখন ব্যবহার করছে অস্ট্রেলিয়া। বয়সভিত্তিক নির্বাচক কমিটির কাজের পরিধি বেড়ে যাওয়ায় বিদ্যমান ২ জন এজ গ্রæপের নির্বাচকের সঙ্গে আরো ২ জন নির্বাচককে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন