শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

নুতন ফরমেটের এশিয়া কাপে পরীক্ষা বাংলাদেশের

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৪৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬

শামীম চৌধুরী : ওয়ানডেতে বিস্ময় দলে আবির্ভূত বাংলাদেশ গত বছর থেকে। শুরুটা বিশ্বকাপে। পরাশক্তিদের কাতারে বাংলাদেশ ক্রিকেট দলের নামটা উচ্চারিত হচ্ছে এখন গত বছরে ৪টি ওয়ানডে সিরিজের সব ক’টির ট্রফি ঘরে রাখায়। এমন বিস্ময়কর অবির্ভাবের গল্পটা শুরু পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জা, ভারত এবং দ.আফ্রিকার মতো ওয়ানডের জায়ান্টদের বিপক্ষে সিরিজ জয়ে। ওয়ানডে ক্রিকেটে নিজেদেরকে এতোটা উচ্চতায় উঠিয়ে এনে, ৯ নম্বর থেকে এক বছরের সাফল্যে ৭ নম্বরে র‌্যাংকিংয়ে লাফিয়ে ওঠার সেই গল্পটা মনে করিয়ে দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। কারণ, ওয়ানডের বিস্ময় দল বাংলাদেশ টুয়েন্টি-২০তে যে সাধারণের কাতারে। জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষের সঙ্গেও যে ট্রফি ভাগাভাগি করে নিতে হয়েছে সর্বশেষ সিরিজে। ফরমেট বদলে এশিয়া কাপের আসরটি টি-২০। ২০১২ সালে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালিস্ট বাংলাদেশকে তাই সংক্ষিপ্ততর ভার্সনের ক্রিকেটে তিন বিশ্বচ্যাম্পিয়নদের সামনে বড় চ্যালেঞ্জে ফেলে দিয়েছে।
টি-২০তে ১ নম্বর র‌্যাংকিধারী ভারতের সামনে ১০ র‌্যাংকিংধারী বাংলাদেশ আজ শের-ই-বাংলা স্টেডিয়ামে যখন মুখোমুখি, তখন টুয়েন্টি-২০’র সাবেক বিশ্ব চ্যাম্পিয়দেরকেই ফেভারিট হিসেবে গণ্য করছে সবাই। গণ্য করার কারণও আছে। কারণ ভারতের বিপক্ষে ৩২টি ওয়ানডে ম্যাচে ৫টি জয় থাকলেও হয়ে যাওয়া ২টি টি-২০তে যে এখনো জয়হীন বাংলাদেশ। তবে সামনে যখন অপেক্ষা করছে টুয়েন্টি-২০ বিশ্বকাপ, আইসিসি’র ওই মেগা আসরকে সামনে রেখে একই ফরমেটের এশিয়া কাপ বড় ধরনের প্রস্তুতির মঞ্চ বলেই ক্রিকেটের সংক্ষিপ্ততর ভার্সনে নিজেদেরকে চেনাতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফিÑ ‘টি-টোয়েন্টিতে আমরা সেভাবে পারিনি, এটা সত্যি কথা। তাই অতীতের ব্যর্থতা নিয়ে ভাবতে চাচ্ছি না। ওয়ানডেতে আমরা যা করে আসছি, এখন থেকেই টি-২০তেও অমন কিছু হতে পারে। এখন আমরা এমন একটা টুর্নামেন্টে যাচ্ছি যেটা শুধুমাত্র এ টুর্নামেন্টেই নয়, টি-২০ বিশ্বকাপের জন্যেও গুরুত্বপূর্ণ।’
বড় আসরে তামীমের অভাবটা একটু ভাবাচ্ছে। পাকিস্তান সুপার লীগে (পিএসএল) দারুন ভাবে মেলে ধরা তামীম সন্তানের মুখ দর্শনে এখন ব্যাংককে, ছুটি নিয়েছেন এশিয়া কাপ থেকে এই ওপেনার। তাই সৌম্য’র ওপেনিং পার্টনার নিয়ে ভাবতে হচ্ছে তাকেÑ ‘অবশ্যই আমরা তামীমকে মিস করবো। এখন ফর্মে আছে সেজন্য না; ও আমাদের সেরা পারফর্মার সব সময় ছিল। এখন যারা আছে মিথুন, বা ইমরুল, তাদেরকে নিয়েই ভাবতে হবে। ইমরুল অনেক খেলেছে। মিথুন এখনো তরুণ। অভিজ্ঞতা না থাকলেও সে এরকম চাপ নিতে পারবে। এজন্য সে দলে আছে।’
ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রতিটি ওয়ানডে জয়ের সঙ্গে মিশে আছেন মাশরাফি। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে সেই ভারতকে পেয়ে বিছু একটা করতে চান মাশরাফিÑ ‘ভারত বিশ্বের অন্যতম সেরা একটি দল। ওদের হারাতে গেলে আমাদের তিন বিভাগেই আপ টু মার্ক থাকতে হবে। আমরা আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটি খেলতে পারি। ফল কি হবে সেটা নিয়ে চিন্তা করার থেকে ভালো খেলা গুরুত্বপূর্ণ। আমরা সেটাই চিন্তা করছি। আর নিজেদের দিনে যেকোনো কিছুই হতে পারে।’
আজকের এই ম্যাচে অভিজ্ঞদের সঙ্গে থাকছেন মিঠুন। এই ম্যাচেও তিন পেসারকে নিয়ে নামছে বাংলাদেশ। মাশরাফির পার্টনার মুস্তাফিজ এবং আল আমিন। নির্বিঘেœ অনুশীলনের সুযোগ পাওয়ায় এশিয়া কাপের ট্রফি জয়ের হুংকার দিয়েছেন কোচ হাতুরুসিংহে। সিনিয়র ক্রিকেটার মাহামুদুল্লাহ অধিনায়ক মাশরাফিকে স্মরণীয় কিছু উপহার দিতে এশিয়া কাপে সর্বোচ্চ সাফল্য পেতে উদগ্রীব। প্রথম থেকেই চার ছক্কায় মাতাবেন বলে দিয়েছেন ঘোষণা। আর মাশরাফির সব রনকৌশল মুস্তাফিজুরকে ঘিরে হচ্ছে আবর্তিত। ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে দারুনভাবে মেলে ধরা অভিষেকে নিজেকে জানান দেয়া এই বাঁ হাতি কাটার মাস্টারকে বড্ড ভয় পাচ্ছেন ভারত সেনশেসন কোহলীও। হোমে যেভাবে ভয়ংকর হয়ে উঠছে বাংলাদেশ, এবং ফরমেটটা যেহেতু টুয়েন্টি-২০, তাই বাংলাদেশকেও বড় প্রতিপক্ষ হিসেবে দেখছেন কোহলীÑ ‘টি২০ ফরমেটে সবগুলো দলই ভয়ঙ্কর। আমি মনে করিনা নির্দিষ্ট কোন একটা দল বাড়তি সুবিধা পাবে। নিজেদের দিনে যেকোন দলই অন্য দলকে হারাতে পারে। আমরা যে কোন দলকেই বড় হুমকি হিসেবে দেখছি। সে কারণে আমরা এই চ্যালেঞ্জটা বিশ্বের যেকোন দলের বিরুদ্ধেই সমানভাবে নিতে যাচ্ছি। টি-২০ ক্রিকেটে সবকিছুই দ্রুতগতিতে পাল্টে যেতে পারে।’ কোমরের চোটে নিয়মিত অধিনায়ক ধোনীকে পাচ্ছে না আজ ভারত, এটাও যে কোহলীকে ফেলে দিয়েছে দুশ্চিন্তায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Ali Rawshan ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৪৮ এএম says : 0
bd wil face the challenge successfully.
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন