স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি আ লিগে জুভেন্টাসকে হটিয়ে শীর্ষস্থান পুনঃদখলের সুযোগ নষ্ট করেছে নাপোলি। ঘরের মাঠে এসি মিলানের সঙ্গে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে তারা। পরশু রাতে নিজেদের মাঠে ৩৯তম মিনিটে ইনসিনিয়ের দুর্দান্ত গোলে এগিয়ে যায় নাপোলি। প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে যাওয়ার স্বস্তি কেড়ে নেয় নিয়ে সতীর্থের হেড পাস থেকে আলতো টোকায় নাপোলি গোলরক্ষককে পরাস্থ করেন জাকোমো বোনাভেনতুরা। এই ড্রয়ে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি। ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে এসি মিলান। টানা ১৫ জয়ের পর বোলোগনার সঙ্গে ড্র করা বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন