বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

গ্রুপ পর্বেই মুখোমুখি আর্জেন্টিনা-চিলি

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : হিসাব যদি ঠিকঠাক থাকে তাহলে দুই বন্ধুর মহাকাব্যিক এক লড়াই দেখার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে পারেন এখই! শতবর্ষ উপলক্ষে কোপা আমেরিকার বিশেষ আয়োজন হচ্ছে যুক্তরাষ্ট্রে। পরশু রাতে হয়ে গেল তারই ড্র। ‘ডি’ গ্রæপে পড়েছে গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা ও চিলি। ‘বি’ গ্রæপে নেইমারের ব্রাজিল। কোন অঘটন না ঘটলে দু’ই বার্সেলোনা বন্ধুর সাক্ষাত হতে পারে ফাইনালে! তবে ফুটবল বোদ্ধাদের মনে কিন্তু ঘুরে ফিরে সেই একই প্রশ্নÑ আর্জেন্টিনার শিরোপা ক্ষরা কি কাটাতে পারবেন লিওনেল মেসি?
মেসির ফুটবল ক্যারিয়ার প্রসঙ্গ উঠলেই সেটা মোড় নেয় দুই দিকে। এক. বার্সেলোনার মেসি, যেখানে অসাধারণ ফুটবল নৈপুণ্য সর্বকালের অন্যতম সেরাদের কাতারে নিয়ে গেছে তাঁকে। দুই. আর্জেন্টিনার মেসি, যে অধ্যায়ে নেই কোন প্রাপ্তি যোগ। সেখানে শুধুই বড়শি গলে মাছ ফসকে যাওয়ার মত হতাশা। অলিম্পিকে একবার সোনা জিতিয়েছিলেন, কিন্তু সেটা তো আর জাতীয় দলের প্রাপ্তি নয়। প্রাপ্তিটা অনুর্ধ্ব-২৩ দলের। গত দুই দু-টি বিশ্ব মঞ্চের ফাইনালে উঠেও স্ট্রাইকার ব্যর্থতায় শিরোপা ছুঁয়ে দেখা হয়ে ওঠেনি। বিশ্বকাপে জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ের সেই গোলের ক্ষত, এরপর চিলির বিপক্ষে টাইব্রেকারে দলের খেলোয়াড়দের পেনাল্টি মিসের মহড়া; সব ব্যর্থতার দ্বায় এসে পড়ে আজেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ঘাড়ে। সব কিছু থেকে দ্বায় মুক্তির জন্যেই কি তাহলে ভাগ্য বিধাতা অপ্রত্যাশিতভাবে আরেকটি বৈশ্বিক প্রতিযোগিতার মুখোমুখি দাঁড় করালেন ফুটবল জাদুকরকে?
যদি এমন হয় তাহলে মেসির ওপর আলাদারকম একটি প্রত্যাশার চাপ পরড়ে বাধ্য। আর এজন্যই হয়তো দলের কোচ জেরার্ডো মার্টিনো এমন চাপ থেকে তাঁকে আগলে রাখতে চাইছেন। প্রত্যাশার বোঝাটা কোচ নিজেই মেসির ঘাড় থেকে নামিয়ে দিয়ে বলেনÑ ‘লিও সবসময়ই ত্রাণকর্তা হবে না।’ তবে তাঁর কাছ থেকে সেরাটি বের করে আনার জন্য যেটা করার তার জন্য দল প্রস্তুত আছে জানিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘তবে আমাদের খেলোয়াড়রা তার কাছ থেকে সেরাটি বের করে আনতে তাকে সাহায্য করবে।’
গেল কোপার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে ৪-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। একমাত্র গোলটি করেছিলেন মেসি। এবার গ্রæপ পর্বে সেই চিলিকে পেয়ে নিজের খুশির কথাই জানালেন মার্টিনোÑ ‘অবারো আমি চিলির মুখোমুখি হতে চাইব, তবে ফাইনালের থেকে এবারের ফলটা ভিন্ন হতে হবে।’
নেইমারের ঘাড়ে অবশ্য এমন প্রত্যাশার চাপ নেই। দলকে একবার কনফেডারেশন কাপ জিতিয়েছেন তিনি। তবে মনে মনে দুই বন্ধুর ফাইনালের চিত্র আঁকলেও কোপার আসরে অধিনায়ক নেইমারের খেলা নিয়ে এখনো নিশ্চিত কিছু জানাননি ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। যথযত আলোচনার করেই চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনিÑ ‘আমাদের ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের সাথে কথা বলতে হবে ও ভালো একটা সমাধান খুজে বের করতে হবে।’ দুঙ্গা আরো যোগ করেনÑ ‘এমনকি এনরিকের (বার্সা কোচ) সঙ্গেও আমরা এখনো কথা বলিনি। আমাদের উদ্দেশ্য এ বিষয়ে ক্লাবের সাথে কথা বলে কারো ক্ষতি না করে ভালো একটা সমাথান বের করা।’
আগামী ২৮ মে হবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ৩ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকার আসর। বার্সা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেললে কোন বিশ্রাম ছাড়াই জাতীয় দলে যোগ দেওয়াটা বেশ কঠিনই হবে দুই বন্ধুর জন্যে। এছাড়া কোপার পরেই রয়েছে রিও অলিম্পিকঅলিম্পিকে নেইমার খেলবে কি খেলবে না এটাও একটা বিষয়। এসব কারনেই নিশ্চিতভাবে কিছু জানাননি দুঙ্গা।
প্রসঙ্গত পৃথিবীতে চালু আছে এমন প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে প্রাচীন ফুটবল আসর হল এই কোপা আমেরিকা। প্রতি চার বছর অন্তর কোপা আমেরিকার আসর বসলেও এবার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার শতবর্ষ পূর্তী উপলক্ষ্যে এক বছর পরই আসরটি বিশেষভাবে আয়োজন করা হয়েছে। এবারই প্রথম দক্ষিন আমেরিকার বাইরে বসছে এই আসর। ১৬টি দেশের অংশগ্রহনে যুক্তরাষ্ট্রের ১০টি শহরে হবে এই প্রতিযোগিতার এই ৪৫তম আসর। ২৬ জুন নিউ জার্সির মিটলাইফ স্টেডিয়ামে হবে এর ফাইনাল।

কে কোন গ্রæপে
গ্রæপ ‘এ’
যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, কোস্টারিকা ও প্যারাগুয়ে
গ্রæপ ‘বি’
ব্রাজিল, ইকুয়েডর, হাইতি ও পেরু
গ্রæপ ‘সি’
মেক্সিকো, উরুগুয়ে, জ্যামাইকা ও ভেনেজুয়েলা
গ্রæপ ‘ডি’
আর্জেন্টিনা, চিলি, পানামা ও বলিভিয়া

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন