শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

শেখ জামালের বড় হার

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি কাপের চ‚ড়ান্ত পর্বে ‘ই’ গ্রæপে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল সিংগাপুরের জালান বেসার স্টেডিয়ামে স্বাগতিক ট্যাম্পাইন্স রোভার্স ৪-০ গোলে বিধ্বস্ত করে শেখ জামালকে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ২ মিনিটে রোভার্সের হয়ে প্রথম গোলাটি করেন আইরিশ ফরোয়ার্ড বিলি মেহমেট (১-০)। গোল হজমের পর কিছুক্ষণ খেলা ধরে রাখলেও ৩৩ মিনিটে দ্বিতীয় গোল হজম করে শেখ জামাল। এসময় হাফজ সুজাদ গোল করে ব্যবধান বাড়ান (২-০)।
দ্বিতীয়ার্ধে আরো দু’টি গোল পায় সিঙ্গাপুরের ক্লাবটি। ম্যাচের ৫২ মিনিটে আফিক ইউনুস দলের হয়ে তৃতীয় গোলটি করেন (৩-০)। পরের মিনিটেই আত্মঘাতী গোলে বড় হার নিশ্চিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের (৪-০)। শেখ জামাল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি খেলবে আগামী ৮ মার্চ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ফিলিপাইনের এফসি লা সাল ক্লাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন