স্পোর্টস ডেস্ক : মেসি-নেইমারের দলবদল নিয়ে গুঞ্জন কম হল না। সেই গুঞ্জনের পালে জোর হাওয়া লাগে যখন জানা গেল ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা। ইউরোপের অন্যতম ধনী ক্লাব বলে কথা। এমনও শোনা গেল বিনিময় যতই হোক সেরা খেলোয়াড়কে হাতিয়ে নেবেই তারা। তবে এ বিষয়ে একদমই চিন্তিত নন বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ। বার্সা সভাপতির বিশ্বাস, গুয়ার্দিওলার অধীনে খেলার ইচ্ছায় কিংবা বেশি অর্থের লোভে তাঁর দলের তারকা খেলোয়াড়দের কেউই কাম্প ন্যু ছেড়ে যাবেন না।
স¤প্রতি নেইমার ও সার্জিও বুসকেট গার্দিওলার কোচিংয়ের প্রশংসা করেন, যা তাদের সিটিতে যাওয়ার সম্ভাবনার গুঞ্জনে বাড়তি মাত্রা যোগ করে। এ প্রসঙ্গে ডেইলি মেইলকে বার্তোমেউ বলেনÑ ‘আমরা জানি মেসি অন্যান্য ক্লাবে অনেক বেশি আয় করতে পারে। নেইমার, সার্জিও বুসকেট, জেরার্ড পিকে ও লুইস সুয়ারেজরা সবাই পারে। নেইমার যখন বার্সেলোনায় আসে, তখন এর চেয়েও ভালো প্রস্তাব ছিল তাঁর, সুয়ারেসেরও। কিন্তু তারা বার্সেলোনায় আসার সিদ্ধান্ত নেয় কারণ আমি মনে করি, এই ক্লাব খেলোয়াড়দের আকর্ষণ করে। কারণ আমরা একটা ক্লাবের চেয়েও বেশি কিছু।’
ফিফা ব্যাল ডি অ’র অনুষ্ঠানে মেসি ইউরোপে শুধুমাত্র বার্সেলোনার হয়েই খেলতে চান বলেই জানিয়েছিলেন। এই কথার জের ধরে বার্তেমিউ বলেনÑ ‘এজন্য কারো মেসির প্রতি আগ্রহ থাকলে ভুলে যান। সে নিজেই এটা (বার্সেলোনা না ছাড়ার কথা) বলেছে, আমি নই।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন