বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মুস্তাফিজকে নিয়ে নির্ভার মাশরাফি

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শামীম চৌধুরী : অভিষেকে ভারতের বিপক্ষে ৫ উইকেট, পরের ম্যাচে ৬ উইকেট, আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৩ উইকেটে বিশ্বরেকর্ড! বাঁ হাতি ফাস্ট বোলার মুস্তাফিজুরকে সেই থেকে ‘কাটার মাস্টার’ খেতাব পেয়ে গেছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ এ সেই হারের ক্ষতটা এখনো শুকায়নি ভারতের। পুরো সিরিজে দু’দলের ব্যবধান গড়ে দিয়েছেন মুস্তাফিজুর। ৮ মাস পর তা মুখফুটে স্বীকার করেছেন ভারত সেনসেশন বিরাট কোহলী। গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন কোহলীÑ ‘মুস্তাফিজ গত এক বছরে দুর্দান্ত ক্রিকেট খেলছে। এতো অল্প বয়সী একজন বোলারকে এভাবে বোলিং করতে দেখাটা সত্যিই অবিশ্বাস্য। আমার বিশ্বাস এই টুর্নামেন্টেও বাংলাদেশের জন্য মুস্তাফিজুর হতে যাচ্ছে বড় ফ্যাক্টর। ১৪০ কিলোমিটার গতির সঙ্গে সেøায়ার বল করেছে ওই ছেলেটি, আমাদের জন্য এটা ছিলো ভিন্ন এক অভিজ্ঞতা।’
এমনিতেই বাঁ হাতি পেস বোলিং ব্যাটসম্যানদের জন্য ভীতিকর, তার উপর সেøয়ার,অফ কাটার, ইয়র্কারÑএতো সব অস্ত্র আছে যার বোলিংয়ে, তাকে সামাল দেয়ার কৌশলটাই ভাবাচ্ছে কোহলীকেÑ ‘বাংলাদেশের মতো কন্ডিশনে একজন পেস বোলার যদি চার-পাঁচটি উইকেট নিয়ে ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পারে, তখনই খেলাটা অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে পড়ে। ওই ছেলেটার (মুস্তাফিজের) আলাদা এক ধরনের স্কিল আছে। এমন বোলারের বিপক্ষে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ থাকে। তাই তাকে সামলানোর জন্য ভিন্ন যা কিছু করার, তা করতে হবে।’
ইনজুরি থেকে সেরে উঠে মুস্তাফিজ পাচ্ছেন সেই ভারতকে। প্রত্যাশার চাপটা তাই মুস্তাফিজুরের উপরে একটু বেশি। গত বছর ওয়ানডে ক্রিকেটে ৯ ম্যাচে ২৬ উইকেটে বাংলাদেশের প্রধান বোলিং অস্ত্র হয়ে ওঠা মুস্তাফিজকে নিয়ে ভারতের বিপক্ষে ফিরতি ম্যাচেও নির্ভার অধিনায়ক মাশরাফিÑ‘আমি শতভাগ নিশ্চিত, ওকে নিয়ে যত কথা হচ্ছে তার কিছুই কানে দিচ্ছে না। আর ও প্রেসার নেওয়ার ছেলেও না। এটা ওর জন্মগত পাওয়া। সে সম্পূর্ণ বিপরীতধর্মী ছেলে। ও সবার চিন্তা-ভাবনার পুরো বাইরে। অনেকে বাইরে আলোচনা নিয়ে মাথা ঘামায়, চিন্তা করে। মুস্তাাফিজ সম্পূর্ণ উল্টো। ক্রিকেট মাঠে বোলিং করে, কিন্তু ক্রিকেট নিয়ে কারো সঙ্গে ওর কোনো কথা নেই। ওকে নিয়ে কে কি বলল, তা খেয়ালই করে না।’
ভারতের বিপক্ষে ৩২টি ওয়ানডে ম্যাচের ৫টিতে জয় বাংলাদেশের, যার তিনটিই শের-ই-বাংলা স্টেডিয়ামে। এই ভেন্যুতে ভারতের বিপক্ষে সর্বশেষ ৪টি ম্যাচের তিনটিতেই হেসেছে বাংলাদেশ দল। তবে টুয়েন্টি-২০তে ভারত যোজন যোজন দূরে, ভারত যেখানে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে আইসিসি’র র‌্যাংকিংয়ে নাম্বার ওয়ান, সেখানে বাংলাদেশ ৯ নম্বরে। এশিয়া কাপের এবারের আসরের ফরমেট টুয়েন্টি-২০, তারপরও ভারতের বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বোলিং আক্রমণ আবর্তিত হচ্ছে মুস্তাফিজুরকে কেন্দ্র করেই। মুস্তাফিজুরকে নিয়েই যে মূল রন পরিকল্পনা বাংলাদেশ দলের, সেটাই যে জানিয়ে দিলেন মাশরাফি। মুস্তাফিজুরের বোলিংয়ের জন্য ফিল্ড প্লেসিংটা অভিনব করার পরিকল্পনা বাংলাদেশ অধিনায়কের। মাশরাফি চাইছেন,অন্য এন্ড মুস্তাফিজুরের সাপোর্টÑ ‘মুস্তফিজের ফিল্ড প্লেসমেন্ট নিয়ে অনেক আগের থেকেই ডিল করছি। টি-২০ ক্রিকেটে ভারতের ব্যাটিং অর্ডার অনেক শক্তিশালী। তাই মুস্তাফিজুরকে অন্য সাইড থেকেও সবার সহযোগিতা করতে হবে। মুস্তাাফিজ যেটা পারবে সেটা অন্য কারো পারা কঠিন হবে। কিন্তু আমরা সবাই সাপোর্টিং রোলে থাকি এবং ভুলগুলোকে কম করতে পারি তাহলে নিশ্চিতভাবেই আমরা ভালো করতে পারি।’
পাঁচটি প্রশ্ন করলে একটির উত্তর দেন যে ছেলেটি, সেই ছেলেটিকে সে কি জোরে ধাক্কা দিয়েছিলেন ধোনী। হাফপিচে দাঁড়ানো মুস্তাফিজুর রহমান প্রচÐ জোরে সেই ধাক্কায় ভারত অধিনায়ক টলাতে পারেননি মুস্তাফিুরকে। ধাক্কাটি তার ইচ্ছেকৃত। তার জবাবটা পেয়েছেন ছিপছিয়ে গড়নের ওই ছেলেটির বোলিংয়ে। সাতক্ষীরায় জন্ম নেয়া প্রকৃত রয়েল বেঙ্গল টাইগার হয়েই সেদিন জবাব দিয়েছেন মুস্তাফিজুর। দিয়েছেন বিশ্বকাপে মেলবোর্ন অবিচারের জবাব। প্রথম স্পেলে রোহিত, রাহানেকে শিকার করে ধোনির ধাক্কা, ভারতের ব্যাটিং গর্বকে মাটিতে নামিয়ে এনেছেন পরের স্পেলে তিন তিনটি শিকারে। ওয়ানডে অভিষেকটা ভারতের বিপক্ষে, নিজেকে চেনানোর সংকল্পটা তাই একটু বেশিই ছিল। আজো কি সেই প্রিয় প্রতিপক্ষকে পেয়ে চেনা মুস্তাফিজুর দ্যুতি দেখবে বিশ্ব?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন