শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

চরভদ্রাসনে সার বীজ বিতরণ

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কৃষি অধিদফতর প্রাঙ্গণে গতকাল বুধবার সকাল ১১টায় গ্রীষ্মকালীন প্রণোদনা মৌসুম-২০১৭-এর আওতায় চাষিদের মাঝে বিনামূল্যে তিল ও মুগ ফসলের বীজসহ সার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত সার বীজ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি অফিসার মো: জাহিদুল ইসরাম বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমিন। ফরিদপুর কৃষি অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক মো: নুরুল হক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার বিশেষ অতিথি ছিলেন। এ সার বীজ বিতরণ অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মো: সিরাজুল ইসলাম। জানা যায়, গ্রীষ্মকালীন প্রণোদনা মৌসুমে তিল ও মুগ আবাদের জন্য উপজেলার মোট ১৮৫ জন কৃষকের মাঝে বিশেষ গ্রেডের বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতি কৃষককে ১ কেজি তিল বীজ, ৫ কেজি মুগ বীজ ও ৩০ কেজি করে সার সহ ১৫৫ জন কৃষকের মাঝে মোট ৩ মন ৩৫ কেজি তিল বীজ, প্রায় ২০ মন মুুগ বীজ ও সাড়ে ৪ মে.টন. ১৫০ কেজি সার বিতরণ করা হয়। এসব সারের মধ্যে এমওপি ও ডিওপি সার রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন