রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সোনাগাজীতে স্থাপিত হচ্ছে দেশের বৃহত্তম বীজ উৎপাদন খামার

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা : সোনাগাজীতে ৩৫০ কোটি টাকা ব্যায়ে স্থাপিত হতে যাচ্ছে দেশের বৃহত্তম বীজ উৎপাদন খামার। উপজেলার চরদরবেশ ইউপির দক্ষিণ চরদরবেশ মৌজার ৬২৬ একর ভূমিতে এ বীজ উৎপাদন কেন্দ্র স্থাপিত হবে। গতকাল বুধবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিএডিসির বাস্তবায়নে প্রস্তাবিত প্রকল্পের স্থান পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হোসেন। পরিদর্শনের সময় তিনি প্রস্তাবিত ভূমি এলাকা পরিদর্শন করে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সাথে কথা বলেন। তিনি জানান, প্রস্তাবিত প্রকল্পে হটিকালচার উদ্যান, মাল্টি ফার্ম, সাইক্লোন সেন্টার, বিদ্যালয়, আলু, ডাল, সরিষা বীজ সংরক্ষণের জন্য আধুনিক স্টোরেজ থাকবে। প্রকল্পে সেচ ব্যাবস্থাপনার জন্য চার একর ভূমির উপর তৈরি করা হবে দুইটি দীঘি। প্রকল্প এলাকায় পানি নিষ্কাশনের সুবিধার জন্য প্রসস্থ খাল খনন করা হবে। গভীর নলকূপের মাধ্যমে প্রকল্প এলাকায় খরা মৌসুমে পানি সরবরাহ করা হবে। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিএডিসির মহা ব্যাবস্থাপক নুর মোহাম্মদ ম-ল, অতিরিক্ত মহা ব্যাবস্থাপক মোহাম্মদ আজহার,বিএডিসির পরামর্শক প্ল্যানার ডক্টর মোহাম্মদ আজিজ, বৃহত্তর নোয়াখালীর উপপরিচালক মাহমুদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, সহকারি ভূমি কমিশনার বিদর্শী সম্বোধী চাকমা, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন