রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

মাদারীপুরে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিআরআই) এবং সরেজমিন গবেষণা বিভাগ-এর যৌথ উদ্যোগে ফসলের নিবিড়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধিকরণে ৪ ফসলীভিত্তিক ফসলধারায় বারি সরিষা-১৫ উৎপাদন কার্যক্রমের উপর ১ দিনব্যাপী কৃষক সমাবেশ ও মাঠ দিবস সদর উপজেলার চাপাতলী গ্রামে গত মঙ্গলবার অনুষ্ঠিত  হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বরিশালের আঞ্চলিক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আবদুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর উপ-পরিচালক আবদুর রাজ্জাক এবং আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ বিভাগের সরেজমিন গবেষণা শাখা (বিএআরআই)-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মহিউদ্দিন-এর সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদ। ফরিদপুরের বৈজ্ঞানিক কর্মকতা এফ এম রুহুল কুদ্দুস অনুষ্ঠান সঞ্চালনা করেন। মোট শতাধিক চাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাঠ দিবসে বিশেষজ্ঞরা একই জমিতে চার ফসলভিত্তিক ফসলধারা সরিষা মুগ পাট রোপা আমন সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন