সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

টাকা পাঠানোর সহজ পদ্ধতি ‘জেবি পিন ক্যাশ’ চালু করেছে জনতা ব্যাংক

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও টাকা পাঠানোর সহজ পদ্ধতি ‘জেবি পিন ক্যাশ’ চালু করেছে জনতা ব্যাংক লিমিটেড। জনতা ভবন কর্পোরেট শাখায় সম্প্রতি নতুন চালু হওয়া এ পদ্ধতির শুভ উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ মো: ওয়াহিদ-উজ-জামান। প্রধান অতিথির বক্তব্যে শেখ মো: ওয়াহিদ-উজ-জামান বলেন, দেশের জনসাধারণকে সহজে আধুনিক ব্যাংকিং সেবা দেয়ার লক্ষ্যে নতুন সফটওয়্যার ‘জেবি পিন ক্যাশ’ উদ্বোধন করেছে জনতা ব্যাংক লিমিটেড। তিনি জানান, যেসব গ্রাহকের জনতা ব্যাংকে হিসাব নেই বা যাদের কাছে বিয়ারার চেকের (বাহকের চেক) মাধ্যমে টাকা পাঠানো সম্ভব হয় না তারা ব্যাংকের যে কোনো শাখা থেকে জেবি পিন ক্যাশের মাধ্যমে টাকা উঠাতে পারবেন। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারি বিভিন্ন ভাতাও এ পদ্ধতিতে উঠানো যাবে। অধিকতর নিরাপদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকসেবার মান দ্রুত, নিরাপদ ও প্রত্যাশিত মাত্রায় উন্নতি করাসহ ব্যাংকিং সেবার বাইরে থাকা বিশাল জনগোষ্ঠীকেও ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য তিনি ব্যাংক কর্মকর্তাদের পরামর্শ প্রদান করেন। উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো: আবদুস সালাম, এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুছ ছালাম আজাদ, মো: নাজিম উদ্দিন ও মোহাম্মদ হেলাল উদ্দিন এবং মহাব্যবস্থাপক (আইসিটি) শেখ মো: জামিনুর রহমান, জনতা ভবন কর্পোরেট শাখার মহাব্যবস্থাপক চাঁন মাহমুদ তালুকদার প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ব্যাংকের আইসিটি ডিপার্টমেন্ট-সিস্টেম কর্তৃক উন্নয়নকৃত সফটওয়্যার ‘জেবি পিন ক্যাশ’-এর মাধ্যমে অধিকতর নিরাপত্তা সুবিধা সংবলিত ‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক’ (ভিপিএন) ব্যবহারের মাধ্যমে সম্মানিত গ্রাহকদের এ সেবা দেয়া হবে। এ সেবা প্রচলনের ফলে জনতা ব্যাংকের  গ্রাহকরা যে কোনো শাখা থেকে হিসাবধারী এবং হিসাববিহীন যে কোনো সুবিধাভোগীর নামে কম খরচে দ্রুত ও নিরাপদে অর্থ প্রেরণ করতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন