রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

হাজারী ক্লাবে যুবরাজ

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে ভারতের প্রথম শ্রেষ্ঠত্বের মুকুট প্রাপ্তিতে যুবরাজের নাম ছিল সবার উপরে। টুয়েন্টি-২০ বিশ্বকাপের অভিষেক আসরে ১২ বলে ফিফটি, ইংল্যান্ডের বিপক্ষে যুবরাজের দ্রুততম ওই ফিফটিকে ছাড়িয়ে যেতে পারেনি আজো কেউ। ক্যান্সারের সঙ্গে লড়াই করে, ক্রিকেটকে সঙ্গী করে চালিয়ে যাচ্ছেন অন্য এক যুদ্ধ। যে যুদ্ধে গতকাল ভারত ব্যাটসম্যানদের মধ্যে টুয়েন্টি-২০ ক্রিকেটে কোহলী, রোহিত, রায়নার পর পেয়েছেন হাজারী ক্লাবের সদস্যপদ।
গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে এই মাইলফলকে পৌঁছান ভারতীয় এই ব্যাটসম্যান। ১২তম ওভারের শেষ বলে অধিনায়ক মাশরাফির বলে ডিপ মিড উইকেটে সিঙ্গেল নিয়ে এই মাইলফলকে পৌঁছান তিনি। তবে ইনিংসটাকে বড় করতে পারেননি। থেমেছেন ১৫ রানে, মাত্র ১টি বাউন্ডারিতে শেষ তার ইনিংস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন